মেরঠের মেডিক্যাল কলেজের প্রাক্তনী অনুষ্ঠানে চিকিৎসকদের ‘মনোরঞ্জনে’ অ্যাম্বুলেন্স-বোঝাই মদ, রুশ বেলি ড্যান্সার
মেরঠ: মেডিক্যাল কলেজের প্রাক্তনীদের বার্ষিক সম্মেলনে উঠল মদের ফোয়ারা। নাচতে দেখা গেল বেলি ড্যান্সারদের! ঘটনাস্থল উত্তরপ্রদেশের মেরঠ।
খবরে প্রকাশ, সোমবার লালা লাজপত রাই মেডিক্যাল কলেজের প্রাক্তনীদের বার্ষিক সম্মেলনে হওয়া নাচ-গানার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পরই তীব্র শোরগোল পড়ে যায়।
ভিডিওতে দেখা গিয়েছে, রুশ বেলি ড্যান্সাররা মঞ্চে নাচছেন। তাঁদের উৎসাহ দিচ্ছেন চিকিৎসকরা। শুধু তাই নয়, চিকিৎসকদের মনোরঞ্জনের জন্য অ্যাম্বুলেন্স ভর্তি করে রাখা রয়েছে মদের বোতল। সেই চিত্রও ভিডিওতে ধরা পড়েছে।
এই ঘটনা জানাজানি হতেই তদন্তের নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথ প্রশাসন। একইভাবে পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে মেডিক্যাল কলজ কর্তৃপক্ষও। অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উঠেছে।
সোমবার দুপুরে ওই অনুষ্ঠান শুরু হয়। মদ-ঠাসা অ্যাম্বুলেন্স কলেজ প্রাঙ্গনে পৌঁছতেই তা অন্য মাত্রা পেয়ে যায়। জানা গিয়েছে, এই অনুশষ্ঠানটির আয়োজক ছিল ১৯৯২ সালের ব্যাচের পড়ুয়ারা। মূলত, চিকিৎসক হওয়ার রজতজয়ন্তী উদযাপন করতেই এই ব্যবস্থা করা হয়েছিল।
কলেজের উপাধ্যক্ষ বিনয় অগ্রবালের সাফাই, তিনি এধরনের অনুষ্ঠানের কথা জানতেনই না। মদের বোতল আনতে যে অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছিল, তা হাসপাতালের, না কি বাইরে থেকে ভাড় করা হয়েছিল, সে বিষয়েও তিনি নিশ্চিত করে জানাতে পারেননি।
তবে, গোটা ঘটনায় বিড়ম্বনায় পড়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। তারা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে রাজ্য প্রশাসন।