ডোকালাম: সংঘাতের অবসানকে স্বাগত ভূটানের, সড়ক নির্মাণ নিয়ে ফের বিতর্কিত মন্তব্য চিনের
নয়াদিল্লি ও বেজিং: ভারত ও চিনা সেনার মধ্যে প্রায় আড়াই মাস ধরে চলা ডোকালাম সংঘাতের অবসানকে স্বাগত জানাল ভূটান। তাদের আশা, বিতর্কিত ওই অঞ্চলে এখন শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকবে। যদিও, নতুন মন্তব্য করে বিতর্ককে জিইয়ে রাখল চিন।
এদিন ভূটানের বিদেশমন্ত্রকের তরফে এক বিবৃতি পেশ করে জানানো হয়, ডোকালামে মুখোমুখি সংঘাতের পরিস্থিতি থেকে দুই দেশ পিছিয়ে আসার সিদ্ধান্তকে স্বাগত। সেখানে বলা হয়, আশা করি এই সিদ্ধান্তের ফলে ভূটান, চিন ও ভারত সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় থাকবে। তাদের আশা, সব পক্ষই সীমান্ত চুক্তির যথার্থতা বজায় রাখবে।
ভূটান শান্তির আশা করলেও বাহিনী প্রত্যাহারের ২৪-ঘণ্টার মধ্যে নতুন বিতর্ক উস্কে দিল চিন। যে সড়ক নির্মাণকে কেন্দ্র করে ডোকালামে ভারত ও চিনা বাহিনীর মধ্যে সংঘাতের সূত্রপাত, তা বন্ধ করার বিষয়ে কোনও প্রতিশ্রুতি দিতে রাজি হল না চিন।
এদিন চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনউইং জানান, সীমান্ত সুরক্ষিত করতে এবং জীবনযাত্রার মান উন্নয়নে সড়ক নির্মাণ সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নের কাজ দীর্ঘদিন ধরেই করে চলেছে চিন।
বিতর্কিত এলাকায় নতুন করে সড়ক নির্মাণের সম্ভাবনা স্বীকার না করলেও, একেবারে খারিজও করেনি চিন। হুয়া বলেন, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী নির্মাণ পরিকল্পনা করা হবে। তিনি এ-ও জানিয়ে দেন, ডোকালামে টহল দেবে চিনা সেনা।
চিনের এই মন্তব্য নতুন করে বিতর্ককে ইন্ধন জোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।