এক্সপ্লোর
জম্মু ও কাশ্মীরে এসএসবি পরীক্ষায় গাধাকে অ্যাডমিট কার্ড!

জম্মু: জম্মু ও কাশ্মীরে নায়েব তেহসিলদার নিয়োগের জন্য রবিবার সার্ভিসেস সিলেকশন বোর্ডের (এসএসবি) পরীক্ষা। এই পরীক্ষার জন্যই একটি গাধার নামে অ্যাডমিট কার্ড দেওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অ্যাডমিট কার্ডে দেখা যাচ্ছে, গাধাটির নাম কাচুর খার। তার জন্ম সাল দেখানো হয়েছে ১৯৯০ সালের ১ জানুয়ারি। শ্রীনগরের একটি সরকারি স্কুলে এই গাধাটির পরীক্ষাকেন্দ্র। এসএসবি-র ওয়েবসাইটে এই গাধাটির অ্যাডমিট কার্ডের ছবি দেওয়া হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরেই ওই অ্যাডমিট কার্ড সিস্টেম থেকে মুছে ফেলা হয়। কিন্তু তারপরেও সোশ্যাল মিডিয়ায় সমালোচনা চলতে থাকে। জম্মু ও কাশ্মীর সরকার অবশ্য এই ঘটনাটিকে হাল্কাভাবে দেখানোর চেষ্টা শুরু করেছে। শিক্ষামন্ত্রী সৈয়দ মহম্মদ আলতাফ বুখারি দাবি করেছেন, ‘আমার মনে হয় না এই ঘটনার ফলে এসএসবি-র ভাবমূর্তি নষ্ট হবে। প্রযুক্তির যুগে কম্পিউটারের মাধ্যমে অ্যাডমিট কার্ড তৈরি হয়।’ জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী এই ঘটনার দায় এড়িয়ে গেলেও, সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাজ্য সরকারের গাফিলতি নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে ২০১৫ সালে জম্মু ও কাশ্মীরে প্রফেশনাল এন্ট্রান্স পরীক্ষায় একটি গরুর নামে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল। এবার এসএসবি পরীক্ষায় অ্যাডমিট কার্ড পেল একটি গাধা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ক্রিকেট
লাইফস্টাইল-এর
ক্রিকেট
খেলার






















