এক্সপ্লোর
রাম রহিম, হনিপ্রীতের নামে দুটি গাধা ১১০০০ টাকায় বিক্রি হল উজ্জ্বয়িনীর মেলায়

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর বার্ষিক গাধা মেলায় ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংহ, তার ঘনিষ্ঠ সঙ্গিনী হনিপ্রীতের নাম দেওয়া একজোড়া গাধা বিক্রি হল ১১ হাজার টাকায়! কোন জাত, বংশ, শারীরিক কাঠামো কেমন, সেই মাপকাঠিতেই গাধার দাম ঠিক হয় মেলায়। তবে বিক্রেতারা সাধারণত তাঁদের গাধাগুলিকে বাজারে চালু, জনপ্রিয় বিষয়ের নামে নামকরণ করতে ভালবাসেন। যেমন কিছু ব্যবসায়ী তাদের গাধার নাম রেখেছিলেন 'জিএসটি', 'সুলতান', 'বাহুবলী', 'জিও'। ধর্ষণে দোষী, ২০ বছর করে দুটি কারাবাসের সাজাপ্রাপ্ত রাম রহিম, তার গ্রেফতারির পর হরিয়ানাজুড়ে অশান্তি, হিংসায় ইন্ধন দেওয়ায় অভিযুক্ত তার পালিত কন্যা হনিপ্রীতের নাম দেওয়া দুটি গাধাকে কিনেছেন রাজস্থানের এক ব্যবসায়ী। গুজরাত থেকে গাধা দুটি কিনেছিলেন বিক্রেতা হরিওম প্রজাপত। তিনি ২০ হাজার টাকা দাম চেয়েছিলেন। কিন্তু এই দামে কেউ কিনতে চায়নি। তাই শেষ পর্যন্ত ১১ হাজারেই বেচে দেন। সম্ভবত ওই দুজনের নাম থাকাতেই বেশি দাম দিতে চায়নি কেউ। কিন্তু কেন তিনি গাধা দুটিকে রাম রহিম, হনিপ্রীতের নাম দিলেন? হরিওমের জবাব, কৃতকর্মের ফল ওই দুজনকে ভুগতে হবে, এই বার্তাই দিতে চেয়েছিলেন তিনি। শিপ্রা নদীর তীরে বসা এই ৫ দিনের মেলায় মহারাষ্ট্র, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ থেকে জানোয়ার কিনে এনে বিক্রি করা হয়। এ বছর প্রায় ২০০০ গাধা কেনা হয়েছিল মেলার জন্য।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















