এক্সপ্লোর
আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি নিষ্প্রয়োজন, বললেন রবিশঙ্কর প্রসাদ
![আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি নিষ্প্রয়োজন, বললেন রবিশঙ্কর প্রসাদ Don't link Aadhaar with voter ID: Ravi Shankar Prasad আধারের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তি নিষ্প্রয়োজন, বললেন রবিশঙ্কর প্রসাদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/04/16100519/ravishankar-prasad.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: তিনি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণ চান না, কারণ এই দুই কার্ডের উদ্দেশ্য আলাদা। বললেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তবে তাঁর দাবি, মন্ত্রী হিসেবে নয়, ব্যক্তিগতভাবে তাঁর মত, এই দুই কার্ড যুক্ত করা উচিত নয়।
মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার চায় না, তাদের বিরুদ্ধে জনতার ওপর চরবৃত্তির অভিযোগ উঠুক। তাই এই দুই কার্ডের সংযুক্তিকরণ নিষ্প্রয়োজন। ভোটার কার্ড ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েব পোর্টালের সঙ্গে যুক্ত, এখান থেকে নিজের পোলিং বুথ ও তার ঠিকানা জানা যাবে। আধারের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। যদি এই দুটি যুক্ত হয়, তবে অভিযোগ উঠবে প্রধানমন্ত্রী মানুষ কী খাচ্ছে, কোন সিনেমা দেখছে, সব কিছুর ওপর নজর রাখছেন। তিনি চান না, তা হোক।
যদিও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের প্রস্তাব এক কথায় সমর্থন করেছেন রবিশঙ্কর। তাঁর দাবি, এর ফলে সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে, বাড়বে স্বচ্ছতা। নরেন্দ্র মোদীর আধার ও মনমোহন সিংহের আধারের মধ্যে বহু তফাত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মনমোহনের আধার আইনসম্মত ছিল না, যেখানে মোদীর আধার পুরোপুরি আইনি। এতে গোপনীয়তা ও নিরাপত্তা দুই সম্পূর্ণ সুরক্ষিত থাকছে বলে তাঁর দাবি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)