এক্সপ্লোর
'দেশপ্রেম দেখাতে' প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: দেশপ্রেমের প্রমাণ দিতে সিনেমা হলে দর্শকদের জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই বলে জানাল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, জাতীয় সঙ্গীত বাজলে কেউ না উঠে দাঁড়ালে তাঁর 'দেশপ্রেম কম', এমনটা ধরে নেওয়া যায় না। সমাজে 'নৈতিক পুলিশগিরির' দরকার নেই, এমন অভিমত জানিয়ে বেঞ্চ বলেছে, এরপর হয়তো দেখব, জাতীয় সঙ্গীতের অবমাননা হবে বলে জানিয়ে সরকার প্রেক্ষাগৃহে দর্শকদের টি শার্ট, হাফ প্যান্ট পরে আসতেও নিষেধ করবে।! এদিন কেন্দ্রের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল বেঞ্চে বলেন, ভারত বৈচিত্র্যে ভরা একটি দেশ। গোটা দেশে একতার বোধ জাগাতেই সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো প্রয়োজন। প্রেক্ষাগৃহে জাতীয় সঙ্গীত বাজানো ও তখন দর্শকদের উঠে দাঁড়ানো উচিত কিনা, সে ব্যাপারে কেন্দ্রের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকা উচিত। বিচারপতি চন্দ্রচূড় বলেন, কেন্দ্র পতাকা কোড সংশোধন করে বলে দিক কোথায় জাতীয় সঙ্গীত বাজানা যাবে, কোথায় যাবে না। আজকাল তো ম্যাচের সময়, টুর্নামেন্ট চলাকালে এমনকী অলিম্পিকেও জাতীয় সঙ্গীত বাজানো হয়, অর্ধেক লোকই তার অর্থ বোঝে না। সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজানো সংক্রান্ত তাদের আগের নির্দেশে প্রভাবিত না হয়ে কেন্দ্রকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বলে জানিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সর্বোচ্চ আদালতের বেঞ্চ। বেঞ্চ ইঙ্গিত দিয়েছে, গত ৩০ নভেম্বর দেশের সর্বত্র প্রেক্ষাগৃহে সিনেমা শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া তাদের নির্দেশে সংশোধন হতে পারে। সেখানে 'শ্যাল' শব্দটির বদলে 'মে' ঢোকানো হতে পারে। বেঞ্চের বক্তব্য, লোকে সিনেমা হলে আসে বিশুদ্ধ বিনোদনের জন্য। সমাজে বিনোদন দরকার। আমাদের কাঁধে বন্দুক রেখে গুলি চালাতে দেব না আপনাদের (কেন্দ্র)। দেশভক্তির পরিচয় দিতে জাতীয় সঙ্গীতের সময় হলে দর্শকদের উঠে দাঁড়ানোর প্রয়োজন নেই। প্রত্যাশা এক জিনিস, আর তা বাধ্যতামূলক করা আরেক ব্যাপার। জনগণকে দেশপ্রেম বোধ আস্তিনে বয়ে বেড়াতে বাধ্য করা যায় না, আদালত তার নির্দেশের মাধ্যমে মানুষকে দেশপ্রেম গেলাতে পারে না। গত বছর জনৈক শ্যাম নারায়ণ চোকসির দায়ের করা জনস্বার্থ পিটিশনের শুনানিতে এই অভিমত জানায় বেঞ্চ। চোকসি প্রেক্ষাগৃহে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজানো বাধ্যতামূলক করার আবেদন করেন। তাতে সায় দিয়ে গত ৩০ নভেম্বর বেঞ্চ রায় দেয়, দেশপ্রেম, জাতীয়তা বোধ ছড়াতে সব প্রেক্ষাগৃহে ছবি শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজাতে হবে, সে সময় সব দর্শককে উঠে দাঁড়াতে হবে। সেই নির্দেশের প্রত্যাহার চেয়ে পিটিশন দিয়েছে কেরলের কোদুঙ্গাল্লুর ফিল্ম সোসাইটি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















