এক্সপ্লোর
Advertisement
ট্রাক্টরে চড়ে সংসদে, বিপাকে আইএনএলডি সাংসদ
নয়াদিল্লি: সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই সবার নজর কেড়ে নিলেন আইএনএলডি সাংসদ দুষ্যন্ত চৌটালা। সংসদে এলেন ট্রাক্টরে চড়ে। দুই সঙ্গীকে নিয়ে একটা সবুজ রঙের ট্রাক্টরে চড়ে সটান পৌঁছে গেলেন সংসদে।
তবে তাঁর এই অভিনব যানযাত্রা তাঁকে কিছুটা ঝামেলার মধ্যে ফেলে দিতে পারে। জানা গিয়েছে, উচ্চপর্যায়ের নিরাপদ এলাকা সংসদ ভবনের সামনে ট্রাক্টর চালানোর জন্য দুষ্যন্তর জরিমানা করতে পারে দিল্লি পুলিশ।
সংসদ ভবনের নিরাপত্তা আধিকারিকরা প্রথমে তাঁর গাড়ি আটকান। তাঁরা বলেন, যে ভেতরে ট্রাক্টর নিয়ে যাওয়া যায় না। কিন্তু সাংসদ জানান যে, এজন্য তিনি অধ্যক্ষর আগাম অনুমতি নিয়েছেন। এরপর তাঁর ট্রাক্টরটি ভেতরে যেতে দেন নিরাপত্তা আধিকারিকরা।
Delhi: INLD Lok Sabha MP Dushyant Chautala rides a tractor to the Parliament #WinterSession pic.twitter.com/QnxPXCbxYW
— ANI (@ANI) December 15, 2017
উল্লেখ্য, সাংসদদের এ ধরনের অভিনব কার্যকলাপ নতুন নয়। ২০১৬-তে বিজেপি সাংসদ রাম প্রসাদ শর্মা দিল্লি সরকারের জোড়-বিজোড় নীতির প্রতিবাদে ঘোড়ায় চড়ে সংসদে এসেছিলেন। বিজেপির অপর সাংসদ মনোজ তিওয়ারি সাইকেলে চড়ে এসেছিলেন। আন্তর্জাতিক মহিলা দিবসে হার্লে ডেভিডসনে চড়ে সংসদে পৌঁছেছিলেন কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement