ভোটমুখী ৫ রাজ্যে নেতাদের ছবি, বিজ্ঞাপন দেওয়া হোর্ডিং ঢেকে দিতে বলল কমিশন
নয়াদিল্লি: কোনও রাজনৈতিক দল বা নেতার সাফল্যের প্রচার হতে পারে, এমন যাবতীয় হোর্ডিং, বিজ্ঞাপন ঢেকে দিতে বা তা থেকে নেতাদের ছবি মুছে দিতে ভোটমুখী ৫টি রাজ্যের নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিল নির্বাচন কমিশন। ২০০৪ সালের ১২ ডিসেম্বর ঘোষিত নির্দেশাবলী ফের উল্লেখ করে এই মর্মে নতুন নির্দেশ দিয়েছে কমিশন।
গত ৪ জানুয়ারি পাঁচ রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষিত হওয়ার পর গোয়ার মুখ্য নির্বাচনী অফিসার বিষয়টি উত্থাপন করেছিলেন। সে ব্যাপারেই এই নির্দেশ। তাদের নির্দেশের মূল কথাটি যাতে অক্ষরে অক্ষরে পালিত হয়, সেজন্য বিজ্ঞাপন বা ওই জাতীয় হোর্ডিংয়ে থাকা নেতাদের ছবি সরাতে বা ঠিকমতো ঢেকে দিতে হবে বলে জানিয়েছে কমিশন। যদিও পরিবার পরিকল্পনা বা সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে আমজনতাকে অবহিত করার জন্য সরকার যেসব বিজ্ঞাপন দেয়, সেগুলি দেখানো যেতে পারে। কিন্তু নির্দিষ্ট কোনও দল বা নেতার সাফল্যের প্রচার হতে পারে, তাঁর ছবি, নির্বাচনী প্রতীক রয়েছে, এমন কোনও হোর্ডিং বা বিজ্ঞাপন চলবে না।
কমিশন বলেছে, কোনও রাজনৈতিক দল বা নেতা সরকারি তহবিল ব্যবহার করে প্রচার করতে পারবেন না, নিজেকে বা নিজের দল বা দলের কোনও নেতাকে মহান করে দেখাতে ওই তহবিল খরচ করতে পারবেন না। এ ধরনের ছবি বা হোর্ডিং জনসাধারণের পয়সায় তাঁদের নিজেদের বা দলের নির্বাচনী প্রচারের পর্যায়ে পড়ে বলে অভিমত কমিশনের।