ঘুষ মন্তব্য: কেজরীবালের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ নির্বাচন কমিশনের
নয়াদিল্লি: ঘুষ মন্তব্যের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।
সম্প্রতি, গোয়ায় নির্বাচনী প্রচারে অংশ নিতে গিয়ে উপস্থিত জনতার উদ্দেশে কেজরীবাল বলেছিলেন, যে কোনও দলের থেকে টাকা নিতে কিন্তু ভোট দিতে আম আদমি পার্টিকে। পাশাপাশি, নির্বাচন কমিশনের বিরুদ্ধেও ষুষকে উৎসাহ দেওয়ার অভিযোগও তোলেন কেজরীবাল।
সেখানে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী এবং গোয়ায় আম আদমি পার্টির তারকা প্রচারক হওয়ার দরুন কেজরীবালের উচিত নির্বাচনী জনসভায় দায়িত্বজ্ঞানের পরিচয় দেওয়া, আইন মোতাবেক চলা এবং নিজেকে অন্যদের সামনে এক রোল মডেল হিসেবে পেশ করা। কিন্তু, তা না করে, তিনি বহুবার নির্বাচনী বিধিভঙ্গ করে কমিশনকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছেন।
এরপরই, আপ সুপ্রিমোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন। গোয়ার নির্বাচনী আধিকারিককে বলা হয় এফআইআর দায়ের করতে। সেখানে জনপ্রতিনিধি আইনের আওতায় বিভিন্ন ধারায় দিল্লির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
গোয়ার নির্বাচনী প্যানেলের তরফে জানানো হয়েছে, কেজরির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ তারিখ এই সংক্রান্ত রিপোর্ট কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হবে।