এক্সপ্লোর
Advertisement
মধ্যপ্রদেশে ভুয়ো ভোটারের অভিযোগ খারিজ কমিশনের, কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে, দাবি বিজেপি-র
ভোপাল ও নয়াদিল্লি: মধ্যপ্রদেশে ভোটার তালিকায় ৬০ লক্ষ ভুয়ো নাম রয়েছে বলে যে অভিযোগ করেছিল কংগ্রেস, তা খারিজ করে দিল নির্বাচন কমিশন। এরপরেই বিজেপি-র পক্ষ থেকে দাবি করা হয়েছে, কংগ্রেসকে ক্ষমা চাইতে হবে।
ভুয়ো ভোটার সংক্রান্ত অভিযোগ করে কংগ্রেস নেতা কমলনাথ বলেছিলেন, ‘ভোটার তালিকায় প্রায় ৬০ লক্ষ ভুয়ো ভোটারের নাম আছে। আমরা নির্বাচন কমিশনকে প্রমাণ দিয়েছি। এটা শুধু ভুল নয়, রাজ্যের বিজেপি সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃতভাবে এই তালিকা তৈরি করা হয়েছে।’
তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কংগ্রেসকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, ‘দু’টি তদন্তকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশের বিধানসভা কেন্দ্রগুলিতে ভোটার তালিকায় একই ব্যক্তির নাম একাধিকবার থাকার অভিযোগ মানা যাচ্ছে না। ভোটার তালিকায় একই ব্যক্তির ছবি একাধিকবার থাকলেও, তাতে ভুয়ো ভোটারের অভিযোগ প্রমাণিত হচ্ছে না।’
কংগ্রেসকে নির্বাচন কমিশন এই চিঠি দেওয়ার পরেই বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি প্রভাত ঝা বলেছেন, ‘ভোটার তালিকা ভুলে ভরা বলে যে অভিযোগ করেছিল কংগ্রেস, সেটা ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তদন্তের দাবি জানানো উচিত ছিল কংগ্রেসের। কিন্তু সেটা না করে তারা বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেছে। রাজ্যে জমি হারাচ্ছে দেখে শুধু বিজেপি বা নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাই নয়, মধ্যপ্রদেশের মানুষকেও আক্রমণ করেছে কংগ্রেস। এর জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement