এক্সপ্লোর
Advertisement
নীতীশের জেডি (ইউ)-কেই স্বীকৃতি দিল কমিশন, 'তীর' প্রতীকও পেলেন
নয়াদিল্লি: শেষ হাসি হাসলেন নীতীশকুমারই। জনতা দল (ইউ)-এর নেতৃত্বের প্রশ্নে তাঁর পক্ষেই রায় দিল নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বী নেতা শারদ যাদব দলের নাম ও নির্বাচনী প্রতীকের ওপর অধিকার করেছিলেন। কিন্তু তা নাকচ করে বিহারের মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন জেডি (ইউ)-কেই স্বীকৃতি দিল কমিশন। গত জুলাইয়ে আরজেডি, কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপির হাত ধরাকে কেন্দ্র করে তীব্র মতপার্থক্যের জেরে ছাড়াছাড়ি হয়ে যায় নীতীশ, শারদের। দলের সর্বোচ্চ নেতৃত্ব দখলে দুজনে লড়াইয়ে নামেন।
কমিশন আজকের নির্দেশে জানিয়েছে, জেডি (ইউ)-এর পরিষদীয় শাখা ও দলের সর্বোচ্চ সাংগঠনিক সংস্থা জাতীয় কাউন্সিল, দুটিতেই নীতীশ কুমারের শিবির নিরঙ্কুশ গরিষ্ঠতা প্রমাণ করেছে। তাই ওই গোষ্ঠীকেই জেডি (ইউ)-এর স্বীকৃতি দেওয়া হল। নীতীশের গোষ্ঠীই বিহারে স্বীকৃত দল হিসাবে সংরক্ষিত দলের 'তীর' প্রতীকটি ব্যবহারের আইনি অধিকার পেল। নীতীশ ও শরদ, দুই শিবিরই গুজরাতের বিধানসভা ভোটে ওই প্রতীক ব্যবহার করতে চেয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে বলেছিল কমিশনকে।
লালুর আরজেডি-র সঙ্গে জোট ভেঙে দিয়ে নীতীশ দলের জাতীয় কমিটিতে সর্বান্তকরণে বিজেপির বিরোধিতার সিদ্ধান্ত লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছিলেন শারদ। নীতীশের সঙ্গে দ্বন্দ্ব তুঙ্গে ওঠায় শারদ জেডি (ইউ)-এর জাতীয় কর্মসমিতির বৈঠক বসান। সেখানে ছোটু্ভাই অমরসং বাসবকে অস্থায়ী সভাপতি নিয়োগ করা হয়। বাসব নির্বাচন কমিশনে দাবি করেন, তাঁদের শিবিরই আসল জেডি (ইউ), তীর প্রতীকটিও তাঁদেরই পাওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement