এক্সপ্লোর
ফেমা লঙ্ঘনের অভিযোগে শাহরুখ, গৌরী, জুহিকে শো-কজ ইডি-র

নয়াদিল্লি: বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন (ফেমা) লঙ্ঘন করার অভিযোগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) কর্ণধার শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরী খান ও সহ-কর্ণধার জুহি চাওলাকে কারণ দর্শানোর নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁদের ১৫ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৮ সালে ৭.৫ কোটি টাকা দিয়ে কেকেআর কেনেন শাহরুখ। শুরু থেকেই ব্র্যান্ড ভ্যালুর বিচারে আইপিএল-এর অন্যতম ধনী দল কেকেআর। শাহরুখের জনপ্রিয়তা এবং দু বার চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে দেশে তো বটেই, এমনকী দেশের বাইরেও কেকেআর-এর বিপুল সমর্থক তৈরি হয়েছে। এরপর ওয়েস্ট ইন্ডিজের টি-২০ লিগেও দল কিনেছেন শাহরুখ। তিনি সম্প্রতি বলেছেন, পরিবারকে কথা দিয়েছেন, আর কোনও বিতর্কে জড়াবেন না। কিন্তু ইডি-র এই নোটিসে বিপাকে পড়ে গেলেন বলিউড বাদশা।
ইডি সূত্রে খবর, ২০০৮ সালে আইপিএল-এ কলকাতার দল কেনার জন্য একটি পৃথক সংস্থা গঠন করে শাহরুখের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সেই সংস্থার ডিরেক্টর করা হয় গৌরীকে। প্রথমে তাঁর নামেই সব শেয়ার কেনা হয়। কিন্তু কেকেআর সাফল্য পাওয়ার পরে নতুন করে ২ কোটি শেয়ার কেনা হয়। তার মধ্যে ৪০ লক্ষ শেয়ার ১০ টাকা দরে জুহিকে বিক্রি করা হয়। এই শেয়ারগুলির আসল দাম ছিল ৮৬ থেকে ৯০ টাকা। ফলে জুহি যখন তাঁর শেয়ার বিক্রি করেন, তখন তাঁর বিদেশি মুদ্রা বিনিময়ে ৭৩.৬ কোটি টাকা ক্ষতি হয়।

খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
আইপিএল
জেলার
Advertisement
