এক্সপ্লোর
নাবালক গাড়িচালক ট্রাফিক বিধি ভাঙলে মোটা অঙ্কের জরিমানা, সুপারিশ কেন্দ্রীয় মন্ত্রিগোষ্ঠীর

জয়পুর: কিশোর, নাবালকদের হাতে গাড়ির স্টিয়ারিং থাকলে তার পরিণতি যে কখনও কখনও কী মারাত্মক হতে পারে, ইতিমধ্যেই তার বেশ কিছু প্রমাণ মিলেছে। এই প্রেক্ষাপটেই অল্পবয়সি ড্রাইভারদের জন্য আগের চেয়ে অনেক কঠোর সাজার সুপারিশ করল কেন্দ্রের তৈরি ক্ষমতাসম্পন্ন মন্ত্রিগোষ্ঠী। ট্রাফিক বিধি-আইন লঙ্ঘন মোকাবিলায় আরও কড়া পদক্ষেপেরও সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিগোষ্ঠীর প্রধান তথা রাজস্থানের পরিবহণমন্ত্রী ইউনুস খান। গত শুক্রবার বেঙ্গালুরুতে মন্ত্রিগোষ্ঠীর দ্বিতীয় বৈঠকে ঠিক হয়েছে, জাতীয় সড়কে যানবাহন চলাচল পরিচালনায় (ট্রাফিক ম্যানেজমেন্ট) একটি দায়বদ্ধ বাহিনী তৈরি করা হবে, পথ নিরাপত্তার পিছনে কেন্দ্রীয় রোড ফান্ডের ১০ শতাংশ বরাদ্দ হবে, পথচারী ও যন্ত্রচালিত নয়, এমন যানের ক্ষেত্রে ট্রাফিক বিধি তৈরি হবে। ইউনুস বলেছেন, কমবয়সি গাড়িচালকদের ক্ষেত্রে মোটা অঙ্কের জরিমানার পাশাপাশি পরপর তিনবার ট্রাফিক বিধি ভাঙলে বা বড় মাপের অপরাধ করলে দু বছরের জন্য লাইসেন্স বাতিল করার মতো পদক্ষেপের সুপারিশও করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















