এক্সপ্লোর
Advertisement
গুজরাত, হিমাচলে কবে বিধানসভা ভোট, আজ ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন
নয়াদিল্লি: গুজরাত, হিমাচল প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে পারে আজ। চলতি বছরের শেষে ওই দুই রাজ্যে ভোট হওয়ার কথা, যার ফলাফল আগামী দিনে জাতীয় রাজনীতির গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রে বড় ইঙ্গিত বহন করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
মুখ্য নির্বাচন কমিশনার এ কে জ্যোতির নেতৃত্বাধীন তিন সদস্যের জাতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেল চারটেয় সাংবাদিক সম্মেলন করবে। সেখানেই গুজরাত, হিমাচলের ভোটের সময়সূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
১৮২ সদস্যের গুজরাত বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ২২ জানুয়ারি, ৬৮ সদস্যের বর্তমান হিমাচল বিধানসভার মেয়াদ ফুরোচ্ছে ৭ জানুয়ারি।
গুজরাতের ৫০ হাজারের বেশি বুথে এবার ভোটার-ভেরিফায়েড পেপার অডিট ট্রেল (ভিভিপ্যাট) থাকবে বলে আগেই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। ভিভিপ্যাট চলতি বছরের গোড়ায় গোয়া বিধানসভা নির্বাচনে প্রথম ব্যবহার করা হয়েছিল। তিনি এও জানিয়েছেন, গুজরাতের ১৮২টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একটি করে বুথ থাকবে, যা চালাবেন শুধু মহিলারা।
২০১২-য় গুজরাত বিধানসভা ভোট হয়েছিল দু দফায়, যথাক্রমে ১৩ ও ১৭ ডিসেম্বরে। ৭১.৩২ শতাংশ ভোট পড়েছিল, যা ১৯৮০-র পর থেকে সর্বোচ্চ হার। ১৮২টির মধ্যে ১১৬টিতে জিতে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি। ৬০টি আসন পায় কংগ্রেস।।
হিমাচলে ২০১২-র ৪ নভেম্বর বিধানসভা নির্বাচন হয়। কংগ্রেস পায় ৬৮টির মধ্যে ৩৬টি আসন, বিজেপি ২৬টি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement