এক্সপ্লোর
এমব্রেয়ার এয়ারক্র্যাফট ডিলে ঘুষ? সিবিআই, ইডি তদন্তের নির্দেশ

নয়াদিল্লি: সিবিআই, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে ২০০৮ সালে ইউপিএ জমানায় স্বাক্ষরিত এমব্রেয়ার এয়ারক্র্যাফট ডিলে ঘুষের লেনদেনের অভিযোগের তদন্ত করে দেখতে বলল প্রতিরক্ষা মন্ত্রক। প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ব্রাজিলের এয়ারক্র্যাফট নির্মাতা সংস্থাটির সঙ্গে ওই বিমান সরবরাহের চুক্তি করেছিল। ২০ কোটি ৮০ লক্ষ মার্কিন ডলার অর্থমূল্যের ওই ডিলে বরাত পাওয়ার জন্য ঘুষ দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। ডিলে ঠিক হয়েছিল, তিনটি এমব্রেয়ার এয়ারক্র্যাফট দেবে ব্রাজিলিয় কোম্পানিটি। তাতে এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং ও কন্ট্রোল সিস্টেমস-এর দেশীয় প্রযুক্তিতে তৈরি রাডারও থাকবে। বরাত পেতে এমব্রেয়ারের বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠায় ওই ডিলের স্বচ্ছতা নিয়ে সন্দেহ, সংশয়ের ছায়া ঘনিয়েছে। মার্কিন কর্তৃপক্ষ অভিযোগ খতিয়ে দেখছে। বরাত পেতে ঘুষ দেওয়ার অভিযোগে এমব্রেয়ারের বিরুদ্ধে তদন্তে নেমেছে মার্কিন বিচার বিভাগও। এই প্রেক্ষাপটে ডিআরডিও ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে ব্রাজিলিয় কোম্পানিটির কাছ থেকে। তারাও জানিয়েছে যে, গত ৫ বছরে ঘুষ দেওয়ার অভিযোগটি খতিয়ে দেখছে তারাও। চলতি সপ্তাহের শুরুতেই প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর বলেছিলেন, পদ্ধতিগত ক্রটির ক্ষেত্রে প্রতিরক্ষামন্ত্রক অভ্যন্তরীণ তদন্ত করতে পারে। কিন্তু সত্যিই যদি কোনও অন্যায়, বেনিয়মের ব্যাপার থাকে, তবে সিবিআই তদন্ত করবে। সরকারি সূত্রে বলা হচ্ছে, যে অভিযোগ উঠেছে, তা গুরুতর ব্যাপার। তাই তদন্ত করতে বলা হয়েছে সিবিআই, ইডি-কে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















