প্রেম প্রত্যাখ্যান করায় তরুণীকে অ্যাসিড হামলার হুমকি, পায়ে পড়ে ক্ষমা চাইল সহপাঠী

ভূবনেশ্বর: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সহপাঠিনীকে অ্যাসিড হামলার ‘হুমকি’ ইঞ্জিনিয়ারিং ছাত্রের। তরুণী পুলিশে অভিযোগ দায়ের করলে, শেষমেশ প্রকাশ্যে অভিযোগকারিণীর পা ধরে ক্ষমা চেয়ে পার পেল যুবক। ঘটনাটি ওড়িশার।
খবরে প্রকাশ, ভূবনেশ্বরের চন্দ্রশেখরপুরে সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরতা ওই তরুণী জানান, ওই সহপাঠী যুবক তাঁকে বেশ কয়েকবার প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু, প্রতিবারই তিনি তা নাকচ করেন।
তরুণীর অভিযোগ, এরপরই তাঁকে হেনস্থা করেছে ওই সহপাঠী। এমনকী, পুলিশে অভিযোগ দায়ের করলে তাঁর ওপর অ্যাসিড হামলা হবে বলেও হুমকি দিয়েছে বলেও দাবি করেন তরুণী।
কিন্তু, হুমকি অগ্রাহ্য করে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই তরুণী। তাতেই কাজ দেয়। এদিন প্রকাশ্যে তরুণীর পায়ে পড়ে ক্ষমাপ্রার্থনা করে তাঁর সহপাঠী যুবক। তরুণীর ভাই জানান, ওই ছেলেটি গত একমাস ধরেই তাঁর বোনকে হেনস্থা করছিল।
পুলিশ জানিয়েছে, তাঁরা বিষয়টি খতিয়ে দেখছে। কলেজের প্রিন্সিপাল জানান, এই অভিযোগ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হবে এবং যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে।






















