এক্সপ্লোর
Advertisement
দু বার মৃত্যুর হাত থেকে বেঁচেও দুই জঙ্গিকে খতম করলেন বীর জওয়ান
শ্রীনগর: মাথায় গুলি করেছিল এক জঙ্গি। বুলেটপ্রুফ শিরস্ত্রাণ থাকায় আঘাত লাগেনি। পড়ে গিয়েও উঠে দাঁড়িয়ে দুই জঙ্গিকে খতম করেন সেনা জওয়ান ঋষি কুমার। পরে অপর এক জঙ্গিকেও গুলিতে আহত করেন ঋষি। গুলি ফুরিয়ে যাওয়ায় বাঙ্কার থেকে বেরিয়ে এসে নিহত জঙ্গির অস্ত্র নিয়ে তৃতীয় জঙ্গিকে খতম করার চেষ্টা করেন এই জওয়ান। কিন্তু তার আগেই ওই জঙ্গি তাঁকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় এখন শ্রীনগরের সেনা হাসপাতালে ভর্তি ঋষি। তাঁর বীরত্বকে কুর্ণিশ করছেন সেনা আধিকারিকরা।
বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কুপওয়াড়ায় সেনাঘাঁটিতে হামলা চালায় তিন জঙ্গি। সেই সময় সেন্ট্রির ডিউটিতে ছিলেন ঋষি। তিনি তাড়াহুড়ো না করে জঙ্গিদের এগিয়ে আসার জন্য অপেক্ষা করেন। তারা এগিয়ে আসতেই গুলি চালাতে শুরু করেন। জঙ্গিদের গুলি হেলমেটে লাগার পর পড়ে যান ঋষি। তবে পরক্ষণেই উঠে দাঁড়িয়ে তিনি পাল্টা গুলি চালিয়ে দুই জঙ্গিকে খতম করেন। তৃতীয় জঙ্গিকে অবশ্য খতম করতে পারেননি ঋষি। তবে এদিন অসামান্য বীরত্বের পরিচয় দিয়েছেন বিহারের আরা জেলার বাসিন্দা এই জওয়ান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement