আইপিএল বেটিং: সিবিআইয়ের হাতে গ্রেফতার প্রাক্তন ইডি কর্তা জে পি সিংহ
নয়াদিল্লি: আইপিএল কেলেঙ্কারিতে এবার ইডি-কর্তা। আইপিএল বেটিং-ফিক্সিং তদন্ত ধামাচাপা দেওয়ার নামে ঘুষ নেওয়ার অভিযোগ। সিবিআইয়ের হাতে গ্রেফতার ইডি-র প্রাক্তন যুগ্ম অধিকর্তা জে পি সিংহ। জেন্টলম্যানস্ গেমের অন্তরালে অবিশ্বাসের বিষ ঢুকিয়েছিল আইপিএল ফিক্সিংকাণ্ড। সেই বিষক্রিয়া এখনও চলছে। আইপিএল ফিক্সিং-বেটিং তদন্তেই এবার সিবিআই জালে ইডি-কর্তা। অভিযোগ দায়ের হওয়ার ১৮ মাস পর গ্রেফতার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাক্তন যুগ্ম অধিকর্তা জে পি সিংহ। ঘটনায় গ্রেফতার হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে ইডি অফিসারও রয়েছেন। চারজনকেই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে। এফআইআরে সিবিআই জানিয়েছে, ইডি-র বহু অফিসারের বিরুদ্ধেই দুর্নীতির অভিযোগ উঠেছে। টাকা তছরুপ, বেটিংয়ের তদন্তে নেমে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের নামে। তদন্ত ধামাচাপা দেওয়ার নামে অভিযুক্তদের থেকে প্রচুর অর্থ ও উপঢৌকন নিয়েছেন ওই অফিসারেরা। সিবিআইয়ের দাবি, হাওয়ালা কারবারি আফরোজ ফাট্টার বিরুদ্ধে আমদাবাদে ২ হাজার কোটি টাকার আইপিএল বেটিং কেলেঙ্কারির তদন্তে নামে ইডি। ৫ হাজার কোটি টাকার টাকা তছরুপেরও অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সেই তদন্তে নেমেই জে পি সিংহ ও তাঁর সাগরেদরা প্রচুর ঘুষ নিয়েছেন বলে অভিযোগ। জে পি সিংহ-সহ চারজনকেই এদিন ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রানজিট রিমান্ড দিয়েছে দিল্লির আদালত। আমদাবাদে সিবিআই আদালতে পেশ করা হবে তাদের।