এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
গত ৩০ মে অন্য মন্ত্রীদের সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন জয়শঙ্কর। তাঁকে গুজরাত থেকে রাজ্যসভায় জিতিয়ে আনার প্ল্যান আছে বিজেপির, রাজনৈতিক মহলে এমনই খবর। শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে তাঁকে সংসদের যে কোনও কক্ষের সদস্য হতে হবে।
নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকারের নতুন বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর সোমবার আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন। সংসদ ভবনে বিজেপির অস্থায়ী সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে শাসক দলে নাম লেখান এই নামী কূটনীতিক। সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। মোদির প্রথম এনডিএ সরকারের বিদেশমন্ত্রী ছিলেন সুষমা। এবার সদ্য হয়ে যাওয়া লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি।
গত ৩০ মে অন্য মন্ত্রীদের সঙ্গে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নেন জয়শঙ্কর। তাঁকে গুজরাত থেকে রাজ্যসভায় জিতিয়ে আনার প্ল্যান আছে বিজেপির, রাজনৈতিক মহলে এমনই খবর। শপথ নেওয়ার ৬ মাসের মধ্যে তাঁকে সংসদের যে কোনও কক্ষের সদস্য হতে হবে।
প্রাক্তন বিদেশ সচিব জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মোদির অত্যন্ত ঘনিষ্ঠ বলে মনে করা হয়। মোদি, তাঁর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও জয়শঙ্কর, এই ত্রয়ীই প্রথম এনডিএ সরকারের আমলে ভারতের বিদেশনীতি নির্ধারণে বিরাট ভূমিকা পালন করেছিলেন।
External Affairs Minister Shri @DrSJaishankar joined BJP in the presence of BJP National Working President Shri @JPNadda at BJP Parliamentary Office, New Delhi. pic.twitter.com/7BBgqnl51b
— BJP (@BJP4India) June 24, 2019
আমেরিকায় রাষ্ট্রদূত করে পাঠানোর পর সেখানে তাঁর ভূমিকার জন্যই জয়শঙ্করকে বিদেশসচিব হিসাবে বাছাই করা হয়েছিল। ১৯৭৭ ব্যাচের আইএফএস অফিসার জয়শঙ্কর পরমাণু কূটনীতিতে বিরাট দক্ষতা দেখিয়েছিলেন, ২০০৮ এর ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি হওয়ার পিছনেও বড় ভূমিকা ছিল তাঁর। সেন্ট স্টিফেন্স কলেজের স্নাতক জয়শঙ্কর রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি পেয়েছেন, এমফিলের পাশাপাশি জেএনইউ থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পিএইচডিও করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement