Film Star: ঐশ্বর্যা-অভিষেকের সম্পত্তির হিসেব-নিকেশ নিয়ে আলোচনা তুঙ্গে
Entertainment News: মিঞা-বিবির মুখে কুলুপ। তাঁরা সঙ্গে আছেন, নাকি ছেড়ে গেছেন...এনিয়ে জল্পনা তো চলছেই। তারই মাঝে ঐশ্বর্যা-অভিষেকের সম্পত্তির হিসেব-নিকেশ নিয়েও আলোচনা তুঙ্গে। শুরুতেই চোখ রাখব দম্পতির ব্যক্তিগত সম্পত্তির হিসেব নিকেশে। কে বেশি বিত্তশালী? ঐশ্বর্যা না অভিষেক? জেনে নিন।
সিংহমের হাত ধরে শুরু রোহিত শেঠীর কপ ফ্র্যাঞ্চাইজি। বাজিরাও সিংহমের ভূমিকায় অজয় চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। সিংহমকে নিয়ে এতদিনের সফরের পর একান্ত আড্ডায় অজয় আর রোহিত শোনালেন তাঁদের উপলব্ধির কথা। ২৪ নভেম্বর স্টার জলসায় নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত অভিনীত ছবি সেন্টিমেন্টাল-এর ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার। দশর্কদের ঘরে ঘরে ছবিটি পৌঁছে দেওয়ার আগে। প্রযোজক হিসেবে নিজেদের অভিজ্ঞতা এবং আগামী ছবির পরিকল্পনার কথা শোনালেন দুই তারকা।






















