এক্সপ্লোর
Advertisement
বাইরের কিছু দেশ ভারত মহাসাগরে ঘাঁটি গেড়ে বসছে: নির্মলা সীতারামন
পানাজি: কোনও না কোনও ছলে বাইরের কয়েকটি দেশ ভারত মহাসাগর অঞ্চলে প্রায় স্থায়ী ঘাঁটি গড়ছে। ভারত মহাসাগরের সামরিকীকরণের ঘটনায় এভাবেই উদ্বেগ ব্যক্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মালা সীতারামন। এই সামরিকীকরণ এই অঞ্চলের দেশগুলির মধ্যে জটিলতা তৈরি করছে বলে মন্তব্য করেছেন তিনি। সীতারামন বলেছেন, গত কয়েক দশকে ভারত মহাসাগর অঞ্চলের পরিস্থিতি শান্তিপূর্ণই ছিল। এক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্চগুলি কীভাবে মোকাবিলা করা হবে, তার ওপরই ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার বিষয়টি নির্ভর করছে।
প্রতিরক্ষামন্ত্রী কোনও দেশের নাম উল্লেখ না করেই গোয়া মেরিটাইম কনক্লেভের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এ কথা বলেছেন। সীতারামন বলেছেন, ভারত মহাসাগরের ক্রমবর্ধমান সামরিকীকরণ এই অঞ্চলে দুটি পরস্পরের সঙ্গে সম্পর্কিত উপায়ে ঘটছে। কোনও না কোনও ছলে এই অঞ্চলের বাইরের দেশগুলি প্রায় স্থায়ী ঘাঁটি গড়ে তুলছে। এই উপস্থিতি ধরে রাখার জন্য ওই দেশগুলি এই অঞ্চলে নৌঘাঁটি তৈরি করছে, সেইসঙ্গে এই অঞ্চলের পরিকাঠামোর দ্বিমুখী ব্যবহার করছে। এ ধরনের সামরিকীকরণ এই অঞ্চলের দেশগুলির মধ্যে জটিলতা তৈরি করছে।
এই অঞ্চলে রাষ্ট্রবহির্ভূত শক্তিগুলির গজিয়ে ওঠা নিয়েও উদ্বেগের সুর শোনা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রীর গলায়।
প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, রাষ্ট্রবহির্ভূত শক্তিগুলির মোকাবিলা বিভিন্ন দেশকে স্মরণাতীত কাল থেকেই স্থলে ও জলে করতে হচ্ছে। কিন্ত বর্তমানে এ ধরনের শক্তিগুলি কোনও কোনও দেশের মদত পাচ্ছে। এ ধরনের শক্তিগুলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement