এক্সপ্লোর
Advertisement
নর্দমায় ‘৫০০ টাকার নোটে’ ১০ লক্ষ, কুড়িয়ে হতাশ স্থানীয়রা,সবই জাল
বিশাখাপত্তনম: নর্দমায় ভাসছে কাঁড়ি কাঁড়ি ‘৫০০ টাকার নোট’। এই খবর রটে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভিড় উপচে পড়ল। নর্দমার জলে ঝাঁপিয়ে অনেকেই তুললেন মুঠো মুঠো নোট। ভাবলেন, কপাল ফিরেছে। কিন্তু এরপর তাঁরা যা দেখছেন, তাতে কপাল চাপড়ানো ছাড়া অন্য কোনও উপায় ছিল না। কারণ, নোটগুলি জাল। বিশাখাপত্তনমের মিথুলাপুরি ও বিকালাঙ্গুলা কলোনির কাছে এই ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ ইন্সপেক্টর কে এল মূর্তি জানিয়েছেন, ওই নর্দমায় ১০ লাখ টাকার জাল পাঁচশ টাকার নোট ফেলে দেওয়া হয়েছিল। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা সেখানে ছুটে আসেন।
স্থানীয় বাসিন্দা কে রভি কুমার বলেছেন, বাইকে চড়ে এসে দুই ব্যক্তি নর্দমায় নোটগুলি ফেলে পালিয়ে যায়। আমরা মনে করেছিলাম, ওগুলো কালো টাকা। ওই নোটগুলি তারা নতুন নোটে বদলাতে পারেনি। কিন্তু নর্দমা থেকে কুড়োনোর পর দেখলাম সেগুলি জাল।
পুলিশ ইন্সপেক্টর বলেছেন, তাঁরা পৌঁছনোর আগেই স্থানীয়রা সব নোট কুড়িয়ে নেন। নোট বাতিলের পর সেগুলি আর চালানো যাবে না বলেই কোনও জাল নোট চক্রের কারবারীরা এই নোটগুলি ফেলে দিয়ে গিয়েছে বলে সন্দেহ।
দুই সন্দেহভাজনকে ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement