এক্সপ্লোর
গোর্খা জওয়ানের ভুয়ো ভিডিও ভাইরাল!
কলকাতা: ‘জয় ভারত মাতা কি জয়। জয় গোর্খাল্যান্ড। মোদি সাহেব আমরা আমরা আপনাকে বলছি ১০ থেকে ১২ হাজার গোর্খা রেজিমেন্টের ফোর্স অনেক দুঃখ সহ্য করেছি।’
যাঁদের এভাবে ভারত মাতার স্লোগান দিতে দেখা যাচ্ছে, তাঁরা কি ভারতীয় সেনা? ২ মিনিট ৩২ সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে! ভিডিওতে ভারত মাতার জয়, গোর্খাল্যান্ডের জয়ের স্লোগান শোনা যাচ্ছে!
পৃথক গোর্খাল্যান্ডের দাবি জানানো এই ব্যক্তি কি ভারতীর সেনাবাহিনীর অংশ? ভিডিওটি একটি বাসে শ্যুট করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতে যাঁদের দেখা যাচ্ছে তাঁরা কি সত্যিই ভারতীয় সেনাবাহিনীর গোর্খা রেজিমেন্টের জওয়ান? এই জওয়ান কি সেনাবাহিনীর ছাড়ার কথা বলছেন? ভিডিও-র সত্যতা খতিয়ে দেখার চেষ্টা করেছি আমরা। যে বাসে ভিডিওটি শ্যুট করা হয়েছে তার সিটে লেখা রয়েছে টয়োটা! কিন্তু, সেনা সূত্রে খবর, ভারতীয় সেনা টয়োটার বাস ব্যবহার করে না।
ভিডিওতে দেখা যাচ্ছে, এই ব্যক্তির গলায় আইডেন্টিটি কার্ড ঝুলছে। কিন্তু, ভারতীয় সেনার জওয়ানরা এ ধরনের পরিচয়পত্র ব্যবহার করেন না। ভিডিওতে এই ব্যক্তি দাবি করছেন, তিনি গোর্খা রেজিমেন্টের জওয়ান! কিন্তু, ভারতীয় সেনাবাহিনীতে গোর্খা রেজিমেন্ট নয়, গোর্খা রাইফেলস আছে! ভিডিওতে এই ব্যক্তির চোখে সানগ্লাস, পরনে ছাই রংয়ের পোশাক। কিন্তু, আদতে গোর্খা রাইফেলসের পোশাক মোটেও এমন নয়!
সেনার তরফে পাওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন দেশের নিরাপত্তা এজেন্সিগুলি ভারত ও নেপাল থেকে গোর্খাদের রিক্রুট করে। সম্ভবত এরকমই কোনও নিরাপত্তা এজেন্সির ড্রেস কোড এটি এরকম। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী এই ভিডিও মোটেও ভারতীয় সেনার গোর্খা জওয়ানদের নয়। আমাদের তদন্ত অনুযায়ী এটি একটি ভুয়ো ভিডিও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement