এক্সপ্লোর
Advertisement
Farmer Protest, Delhi: আন্দোলনকারী কৃষকদের স্টেডিয়ামে ঢুকিয়ে জেল বানানোর ছক ছিল মোদি সরকারের, অভিযোগ কেজরীবালের
কাল কৃষকদের ডাকে ভারত বন্ধ। সমর্থনে ১৬টি রাজনৈতিক দল। চিঠি দিয়ে সমর্থন শিবসেনার। পাশে বিএসপি। সিঙ্ঘু সীমানায় গেলেন কেজরিওয়াল। আজ জয়পুর-দিল্লি মার্চ কৃষকদের। বেঙ্গালুরুতে ধর্না।
নয়াদিল্লি: ১২ দিনে পড়ল কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে কৃষকদের আন্দোলন। সোমবার সিঙ্ঘু সীমানায় গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। কৃষকদের পাশে দাঁড়িয়ে কেজরীর বার্তা 'আমার দল, নেতারা কৃষকদের সেবক। আমি এখানে মুখ্যমন্ত্রী হিসেবে আসিনি এসেছি, স্বেচ্ছাসেবক হিসেবে। আক কৃষকরা বিপদে। আমাদের উচিত তাঁদের পাশে দাঁড়ানোর। আপ (AAP) ৮ ডিসেম্বরের ভারত বনধ সমর্থন করছে। সারা ভারতের এই আন্দোলনে কৃষকদের পাশে থাকবে আম আদমি পার্টি।'
এরপর কেন্দ্রের বিপক্ষে আক্রমণ শানিয়ে কেজরীবাল বলেন, আন্দোলনকারী কৃষকদের স্টেডিয়ামে ঢুকিয়ে জেল বানাতে চেয়েছিল মোদি সরকার।
কৃষক সংগঠনগুলির আন্দোলনকে সমর্থন জানাল ১৬টি বিরোধী দল। আগামীকাল ভারত বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। কংগ্রেস, বাম দলগুলি, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে ছাড়াও আন্দোলনকে সমর্থন করছে শিবসেনা, বিএসপি, আম আদমি পার্টি। দিল্লির রাস্তায় নেমে কৃষকদের সমর্থন জানানো হবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আপ। জয়পুর থেকে দিল্লি পর্যন্ত মার্চ করা হবে বলে জানিয়েছেন রাজস্থানের কৃষকরা। ব্যাঙ্গালোরে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে চলবে ধর্না। কৃষক আন্দোলন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গেও কথা বলতে চান বিরোধী নেতারা। এর জন্য আগামী ৯ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের জন্য সময় চেয়েছে তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement