এক্সপ্লোর
Advertisement
ব্রিটেন ও ভারতের মধ্যে ফের বিমান পরিষেবা শুরু হচ্ছে ৮ জানুয়ারি থেকে, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
আগামী ৮ জানুয়ারি থেকে ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান পরিষেবা ফের শুরু হবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী শুক্রবার এ কথা ঘোষণা করেছেন। তবে এক সপ্তাহে উড়ানের সংখ্যা হবে প্রতিটি বিমান পরিবহণ সংস্থার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫।
নয়াদিল্লি: আগামী ৮ জানুয়ারি থেকে ভারত ও ব্রিটেনের মধ্যে বিমান পরিষেবা ফের শুরু হবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিংহ পুরী শুক্রবার এ কথা ঘোষণা করেছেন। তবে এক সপ্তাহে উড়ানের সংখ্যা হবে প্রতিটি বিমান পরিবহণ সংস্থার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫।
পুরী জানিয়েছেন, আগামী ৮ জানুয়ারি থেকে ভারত ও ব্রিটেনের বিমান পরিষেবা ৮ জানুযারি থেকে ফের শুরু হবে। ২৩ জানুয়ারি পর্যন্ত দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালোর ও হায়দরাদের থেকে ও পর্যন্ত ব্রিটেন থেকে বিমান চলাচল করবে। তবে প্রত্যেক বিমান পরিবহন সংস্থার ক্ষেত্রে উড়ানের সংখ্যা ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতি সপ্তাহে হবে ১৫।
ব্রিটেনে কোভিড-১৯ এর নতুন স্ট্রেনের হদিশ পাওয়া যাওয়ার পর গত ২৩ ডিসেম্বর ভারত ব্রিটেনগামী ও ব্রিটেন থেকে উড়ান সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল। করোনার ওই নতুন স্ট্রেন স্বাভাবিক করোনা স্ট্রেনের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক।
এর আগে গত ৩০ ডিসেম্বর কেন্দ্রীয়মন্ত্রী জানিয়েছিলেন যে, ওই সাময়িক নিষেধাজ্ঞা আগামী ৭ জানুয়ারি তুলে নেওয়া হবে। নিয়ন্ত্রিতভাবে পরিষেবা পরিষেবা শুরু হবে। এ ব্যাপারে নীতিনির্দেশিকা এখনও জারি করা হয়নি।
মন্ত্রী ট্যুইট করে জানিয়েছিলেন যে, ব্রিটেন থেকে ও পর্যন্ত বিমান পরিষেবায় সাময়িক স্থগিতাদেশ ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এরপর কঠোরভাবে নিয়ন্ত্রিত পরিষেবা চালু হবে এবং এ ব্যাপারে বিস্তারিত শীঘ্রই ঘোষণা করা হবে।
মিউটেটেড কোভিড-১৯ সংক্রমণের প্রসার আটকাতে উড়ান পরিষেবায় ওই সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছিল। দেশে এখনও পর্যন্ত করোনার নয়া সংস্করণে আক্রান্ত ২৯ রোগীর হদিশ মিলেছে।
মিউট্যান্ট করোনাভাইরাস সংক্রমণের খবর ইতিমধ্যেই ডেনমার্ক, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইতালি, সুইডেন, ফ্রান্স, স্পেন, সুইৎজারল্যান্ড, জার্মানি, কানাডা, জাপান, লেবানন ও সিঙ্গাপুরের মতো দেশে পাওয়া গিয়েছে।
ভারতের আগে কানাডা, জার্মানি, নেদারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্কের মতো দেশ ব্রিটেন থেকে বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। ভারত প্রথমে ২৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। পরে তা ৭ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement