এক্সপ্লোর
Advertisement
কর্নাটকে কাল আস্থাভোট: ১২ বিরোধী বিধায়ক বিজেপির পক্ষে? ঘর অটুট, দাবি কং-জেডিএসের
নয়াদিল্লি: কর্নাটকের রাজনীতিতে দ্রুত বদলাচ্ছে ঘটনাক্রম। এরইমধ্যে আগামীকাল বিকেল চারটেয় মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হবেন। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য আরও আট বিধায়কের সমর্থন প্রয়োজন বিজেপির। কংগ্রেস ও জেডিএসের কয়েকজন বিধায়ককে নিজেদের পক্ষে নিয়ে আসার ব্যাপারে আত্মবিশ্বাসী গৈরিক শিবির। সূত্রের খবর, ১২ জন বিধায়ক বিজেপির সঙ্গে সম্পর্ক রেখে চলেছেন। তাঁদের মধ্যে আটজন কংগ্রেসের, জেডিএসের দুজন এবং দুই অন্য বিধায়ক। যদিও সবকিছু এতটা সহজ হবে না বিজেপির পক্ষে।
কংগ্রেস ও জেডিএস তাদের বিধায়কদের রাজ্যের বাইরে হায়দরাবাদে নিয়ে গিয়েছে। যে অন্য দুই বিধায়কের ওপর বিজেপি ভরসা করছে, তাঁদের গতকালই রাজভবনের বাইরে কংগ্রেসের ধর্ণা কর্মসূচীতে দেখা গিয়েছে। এখন সুপ্রিম কোর্টের নির্দেশে আগামীকাল যখন বিধানসভায় ইয়েদুরাপ্পাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিতে হবে, তখন ওই দুই বিধায়ককে বিজেপি নিজেদের শিবিরে নিয়ে আসতে পারে কিনা, তা নিয়ে আগ্রহী রাজনৈতিক মহল।
বিজেপির দাবি যদি সত্যি হয় এবং বারো বিধায়ক তাদের পক্ষে যান, তাহলে ইয়েদুরাপ্পা গদি বাঁচাতে সফল হবেন। এক নজরে দেখে নেওয়া যাক বিধানসভায় সংখ্যা সংক্রান্ত চালচিত্র-
জেডিএস নেতা তথা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দুটি আসনে জয়ী হয়েছেন। সেজন্য তাঁকে একটি আসন ছাড়তে হবে। এই পরিস্থিতিতে নবনির্বাচিত বিধায়কের সংখ্যা ২২২ থেকে কমে হবে ২২১। এক্ষেত্রে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজন হবে ১১১ জন বিধায়কের সমর্থন। বিজেপি জিতেছে ১০৪ আসনে। যদি বিরোধী (জেডিএস ও কংগ্রেস) ১০ বিধায়ক ভোটদানে গরহাজির থাকেন, তাহলে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য বিজেপির প্রয়োজন হবে ১০৬ জন সদস্যের সমর্থন। দুই অন্য বিধায়ক বিজেপিকে সমর্থন করেন তাহলে তারা ম্যাজিক ফিগার ১০৬-এ পৌঁছতে পারবে (বিজেপি ১০৪+ ১ নির্দল+ ১ কেপিজেপি বিধায়ক)।
কংগ্রেসের প্রবীণ নেতা তথা সাংসদ মল্লিকার্জুন খাড়্গে দাবি করেছেন, নবনির্বাচিত সব বিধায়কই দলের সঙ্গেই রয়েছেন। আস্থা প্রস্তাবে বিজেপি হারবে বলেও তিনি দাবি করেছেন।
এরই মধ্যে কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের দাবি, কংগ্রেস বিধায়ক আনন্দ সিংহ ভারত সরকারের হাতে 'বন্দি' রয়েছেন।
এদিকে বিজেপি তাদের ঘর ভাঙানোর চেষ্টা করবে, এমন আশঙ্কা, অনুমানের মধ্যে কংগ্রেস-জেডি (এস) জোট তাদের নবনির্বাচিত বিধায়কদের বেশ কয়েকজনকে বাসে চাপিয়ে তেলঙ্গানার রাজধানী হায়দরাবাদ পাঠিয়ে দিয়েছে। সেখানকার পাঁচতারা হোটেল বা রিসর্টে তাঁদের রাখা হবে বলে সূত্রের খবর। হায়দরাবাদে কংগ্রেস বিধায়ক ডি কে সুরেশ বলেন, সব কং, জেডি এস বিধায়ক এখানে আসছেন। আমরা সবাই এখানে থাকছি।
যদিও বাকিরাও সেখানে যাচ্ছেন কিনা, তা পরিষ্কার নয়।
প্রসঙ্গত, কর্নাটক ভোটের আগে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জেডি (এস) সভাপতি এইচ ডি দেবগৌড়ার সঙ্গে দেখা করেছিলেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি কর্নাটকে বসবাসকারী তেলুগুভাষীদের জেডি (এস)কে ভোট দিতেও আবেদন করেছিলেন।
জেডিএস সূত্রের দাবি, তাদের বিধায়ককের ১০০ কোটি টাকার টোপ দেওয়া হয়েছিলেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ৩৭ জন বিধায়কই দলের সঙ্গে রয়েছেন। কংগ্রেস ও জেডিএসের দাবি সত্যি হলে আগামীকাল ইয়েদুরাপ্পার পক্ষে কুর্সি ধরে রাখা অসম্ভব হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ইন্ডিয়া
Advertisement