এক্সপ্লোর
Advertisement
স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা জেনে নিন, আজ থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি
নয়াদিল্লি: আজ থেকে বদলে যাচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কয়েকটি নিয়ম। আজ থেকে গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না রাখলে কম চার্জ কাটবে ব্যাঙ্ক। সেইসঙ্গে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করার জন্য কোনও চার্জ নেবে না এসবিআই। পাশাপাশি সহযোগী ব্যাঙ্কগুলি এসবিআই-এর সঙ্গে যুক্ত হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির পুরনো চেক আজ থেকে বাতিল হয়ে যাচ্ছে।
এর আগে ট্যুইটারে এসবিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছিল, স্টেট ব্যাঙ্ক অফ পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অফ বিকানের ও জয়পুর, স্টেট ব্যাঙ্ক অফ রায়পুর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দরাবাদ ও ভারতীয় মহিলা ব্যাঙ্কের পুরনো আইএফএস কোড আজ থেকে বাতিল হয়ে যাবে। এই ব্যাঙ্কগুলির গ্রাহকদের নতুন চেকবইয়ের জন্য আবেদন জানাতে হবে।
এতদিন সাধারণ সেভিংস অ্যাকাউন্ট বন্ধ করতে হলে গ্রাহকদের ৫০০ টাকা এবং ১৮ শতাংশ জিএসটি দিতে হত। আজ থেকে এই চার্জ নেওয়া হবে না। শহরাঞ্চলে মাসে ন্যুনতম গড় ব্যালেন্স ৫,০০০ টাকা থেকে কমিয়ে ৩,০০০ টাকা করা হয়েছে। অ্যাকাউন্টে এই টাকা না রাখলে চার্জ ৫০ শতাংশ কমানো হয়েছে। পেনশনভোগী, সরকারের সামাজিক প্রকল্পের সুবিধোভাগী এবং নাবালকদের অ্যাকাউন্টে ন্যুনতম ব্যালেন্স না রাখলেও চলবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
ক্রিকেট
খবর
Advertisement