এক্সপ্লোর
Advertisement
২০১৯-এ বিজেপির জয় ভুলে যান, বিরোধীরা জোট বাঁধলে মোদীও বারাণসীতে হারতে পারেন: রাহুল গাঁধী
বেঙ্গালুরু: ২০১৯-এ বিজেপি হারবেই। আজ সপা-বসপা যদি জোট বাঁধে তবে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিজের আসন ধরে রাখা শক্ত হবে, হেরে যেতে পারেন তিনি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী বেঙ্গালুরুতে বললেন এ কথা।
বিজেপির ওপর ‘দলিতদের ক্রোধ’ সংক্রান্ত একটি প্রশ্নে রাহুলের ভবিষ্যদ্বাণী, এখনকার শাসকগোষ্ঠী যেভাবে ২০১৯-এ হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, তা বহু বছর কেউ দেখেননি। আগামী বছর থেকে দেশে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
উত্তর প্রদেশ, বিহারে বিরোধী জোটের চেষ্টা ও ডিএমকে, তৃণমূল কংগ্রেস ও এনসিপির এক ছাতার তলায় আসার চেষ্টার উল্লেথ করে তিনি বলেন. বিজেপি কোথায় জিতবে বলতে পারেন? রাজস্থান, ছত্তিশগড়, মধ্য প্রদেশ, গুজরাত, হরিয়ানা, পাঞ্জাব- সব জিতবে বিরোধীরা।
প্রতিটি বিরোধী দলের নিজস্ব আশা আকাঙ্খা ও স্বার্থ জোটের পথে বাধা তৈরি করতে পারে বলে জানানো হলে রাহুল বলেন, কংগ্রেস সেটা বুঝে নেবে। কংগ্রেস জানে, কীভাবে মানুষকে নিয়ে চলতে হয়, তাদের মিথ্যে দেমাক নেই। মোদ্দা বিষয়টা হল, কীভাবে মোদী ও আরএসএসের হাত থেকে দেশকে উদ্ধার করতে হবে।
কংগ্রেস, সপা, বসপা জোট হলে মোদী নিজেও বারাণসী ধরে রাখতে পারবেন না বলে মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রীকে তাঁর চ্যালেঞ্জ, এসে এই তিন দলের জোটের বিরুদ্ধে লড়ুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement