এক্সপ্লোর
Advertisement
ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রীকে, খাদির ক্যালেন্ডার ইস্যুতে সরব স্বাধীনতা সংগ্রামীরা
আগ্রা: নোট বাতিলের পর এবার খাদি গ্রামোদ্যোগ কমিশনের বার্ষিক ক্যালেন্ডার ও ডায়েরিতে ছবি নিয়ে বিরোধীদের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার আগ্রার স্বাধীনতা সংগ্রামীরাও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুললেন। তাঁরা এই ঘটনা মোদীর ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, খাদি গ্রামোদ্যোগ কমিশনের মোদীর চরকা কাটার ছবি যুক্ত সমস্ত ক্যালেন্ডার ও ডায়েরি ফিরিয়ে নেওয়ারও দাবি জানিয়েছেন। এই দাবি মানা না হলে স্বাধীনতা সংগ্রামীরা সংসদ ভবনের সামনে প্রতিবাদ সভা অয়োজন করারও হুঁশিয়ারি দিয়েছেন।
গাঁধীবাদী নেতা তথা স্বাধীনতা সংগ্রামী চিমন লাল জৈন বলেছেন, মোদীর এটা বড়সড় ভুল। ক্যালেন্ডার ও ডায়েরিতে মহাত্মা গাঁধীর পরিবর্তে মোদীর ছবি ছাপানোর ঘটনার প্রতিবাদ সমস্ত গাঁধীবাদীদেরই করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন। গত চার বছর ধরে আগ্রায় মাদক-বিরোধী আন্দোলনের নেতা চিমন লাল বলেছেন, গাঁধীজী জাতির জনক এবং তাঁকে সরিয়ে দেওয়ার মতো ব্যক্তিত্ব কারুরই নেই।
স্বাধীনতা সংগ্রামী প্রয়াত গোপাল শিরোমণির পুরো পরিবারই গাঁধীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। শিরোমণির ছেলে তথা সমাজকর্মী শশী শিরোমণি বলেছেন, গাঁধীজীর পরিবর্ত হয়ে ওঠার চেষ্টা একটা ভ্রান্ত ধারণামাত্র। কারণ, গাঁধীজীর ব্যক্তিত্ব সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতাদের চেয়ে অনেক ঊর্দ্ধে। গাঁধীজীর নেতৃত্ব ভারত ব্রিটিশ শাসনের নাগপাশ থেকে মুক্ত করেছিল।অন্যদিকে, মোদীর নেতৃত্ব মানুষকে ব্যাঙ্কের দাস করে তুলেছে।
স্বাধীনতা সংগ্রামী রানি সরোজ গৌরিহর বলেছেন, মহাত্মা গাঁধীর জায়গায় নিজের ছবি বসিয়ে হঠকারি কাজ করেছেন মোদী। কারণ, গাঁধীজীর কোনও বিকল্প হয় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement