এক্সপ্লোর
Advertisement
অমিত শাহ-নীতীশের প্রাতঃরাশ থেকে নৈশভোজে আলোচনা সত্ত্বেও আসন বণ্টন নিয়ে হল না কোনও ঘোষণা
পটনা: লোকসভা ভোটে বিজেপি ও জেডিইউ-র আসন বন্টন নিয়ে টানাপোড়েনের খবরের মধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। প্রাতঃরাশের পর নৈশভোজেও মধ্যে প্রায় দীর্ঘক্ষণ আলোচনা হয়। তবে এরপরেও আগামী বছরের লোকসভা নির্বাচনে বিহারে আসন বণ্টনের বিষয়ে কোনও ঘোষণা হল না। যদিও জেডিইউ-এর সঙ্গে বিজেপি-র বিরোধের খবর অস্বীকার করে অমিত শাহ বলেছেন, ‘বিরোধী দলগুলি আশা করছে আমাদের জোটে ফাটল ধরবে। কিন্তু আমরা বিহারে ৪০টি লোকসভা আসনেই জয় পাব।’
আজ প্রাতঃরাশ বৈঠকের পর নীতীশ সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি। প্রশ্নের উত্তরে শুধু হেসে চলে যান তিনি। বিজেপি-র পক্ষ থেকেও এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, প্রাতঃরাশ বৈঠকে নীতীশ ও অমিত শাহর মধ্যে রাজনৈতিক কোনও বিষয়ে আলোচনা হয়নি। দু’জনের মধ্যে ঘরোয়া কথাবার্তা হয়েছে। তাই নৈশভোজের দিকে তাকিয়েছিল রাজনৈতিক মহল। এই নৈশভোজে হাজির ছিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী, বিহারের বিজেপি প্রধান নিত্যানন্দ রাই, রাজ্যের দুই মন্ত্রী নন্দকিশোর যাদব ও মঙ্গল পাণ্ডে। এছাড়া আরসিপি সিংহ, মন্ত্রী লালন সিংহ, বিজেন্দ্র যাদবের মতো জেডিইউ নেতারাও হাজির ছিলেন। দু’দল সূত্রে খবর, বিহারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং লোকসভা নির্বাচনে এনডিএ-র কৌশল নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ পটনায় পৌঁছন অমিত শাহ। এরপর তিনি নীতীশের সঙ্গে দেখা করেন। অমিত শাহ তাঁর দুদিনের বিহার সফরে দলের নেতা ও সোশ্যাল মিডিয়া ভলান্টিয়ারদের সঙ্গেও দেখা করবেন। দলের নির্বাচনী কমিটির বৈঠকেও যোগ দেবেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
বিনোদনের
জেলার
Advertisement