এক্সপ্লোর
Advertisement
ওড়িশায় হাসপাতাল থেকে গাড়ি দিল না, স্ত্রীর দেহ নিয়ে ১০ কিমি পথ হাঁটলেন স্বামী
ভূবনেশ্বর: বুধবার সকালে ওড়িশার ভবানীপটনা এলাকার বাসিন্দারা এক অদ্ভূত দৃশ্যের সাক্ষী থাকল। এক ভদ্রলোক, কাঁধে একটি দেহ নিয়ে এবং সঙ্গে এক বারো বছরের মেয়েকে নিয়ে হেঁটে চলেছেন। ভদ্রলোকের কাঁধের যে দেহ রয়েছে, সেটা তাঁর স্ত্রীর, চাদরে জড়ানো।
ভদ্রলোকের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানকার জেলা হাসপাতালে তাঁর স্ত্রীর মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে কোনও রকম যানবাহনই জোগাড় করে দিতে পারেননি স্ত্রী দেহটি বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। অগত্যা দানা মাঝি, তাঁর স্ত্রীর দেহ নিয়ে তাঁর গ্রাম মেলঘারার দিকে হেঁটে রওনা দেন। হাসপাতাল থেকে দানা মাঝির গ্রামের দূরত্ব ৬০ কিমি।
দানা মাঝি ওড়িশার কালাহান্ডি জেলার বাসিন্দা। ওড়িশার সবচেয়ে গরীব এবং অনগ্রসর শ্রেণীর মানুষের বাস এখানে। দানা মাঝির স্ত্রী ৪২ বছরের অমং দেই টিবিতে আক্রান্ত ছিলেন। দানা মাঝি জানিয়েছেন, তিনি তাঁর দুরবস্থার কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও, তাঁরা তাঁকে কোনওভাবেই সাহায্য করতে এগিয়ে আসেনি। দশ কিমি পথ হাঁটার পর সংবাদমাধ্যমের এক প্রতিনিধির সঙ্গে দেখা হয়ে যায় দানার। তাঁরাই তাঁকে পরবর্তী ৫০ কিমি রাস্তা যাওয়ার জন্যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন। যদিও ওড়িশা সরকার এধরনের অনগ্রসর মানুষের সাহায্যার্থে বিভিন্ন রকমের প্রকল্পের ব্যবস্থা রেখেছে।
এই ঘটনার সঙ্গে যুক্ত হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাগ্রহণের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement