এক্সপ্লোর
Advertisement
এটিএমের টাকা দেখভালকারী কোম্পানির অফিসে ডাকাতি,লুঠ ৫ কোটি টাকা
থানে: এটিএমের টাকাপয়সা দেখভালের দায়িত্বে নিযুক্ত কোম্পানির অফিসে হানা দিয়ে বন্দুক ও ছুরি দেখিয়ে লুঠপাঠ চালাল সাতজনের একটি ডাকাত দল। মহারাষ্ট্রের থানেতে ওই কোম্পানির অফিসে ভোর বেলা ডাকাত দল প্রায় ৫ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
থানে পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ভোর তিনটে নাগাদ যখন কর্মীরা টাকাপয়সা গুণছিলেন তখন অফিসে ঢুকে পড়ে ডাকাত দলটি। তাদের মুখ মাঙ্কি ক্যাপ ও রুমালে ঢাকা ছিল।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, লুঠের পরিমাণ ১২ কোটি টাকা। পরে হিসেব করে দেখা যায়, ৫ কোটি টাকা ডাকাতি হয়েছে।
ডাকাতদের কয়েকজন অফিসের তিন নিরাপত্তারক্ষী ও কর্মীদের বন্দুক দেখায় এবং বাকিরা টাকা ব্যাগে ভরে। তারা পালিয়ে যাওয়ার আগে অফিসের সিসিটিভি ক্যামেরার সংযোগও বিচ্ছিন্ন করে দিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই কোম্পানি এটিএম এবং গহনা ব্যবসায়ীদের টাকাপয়সা দেখভাল করে। ডাকাতির সময় বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অর্থ অফিসেই রাখা ছিল।
খবর পেয়ে ঘটনাস্থলে যান থানের পুলিশ কমিশনার পরম বীর সিংহ। তিনি ঘটনার তদন্তভার অপরাধ দমন শাখার ওপর তুলে দিয়েছেন।
নগদ ছাড়াও ডাকাত দল কয়েকটি মোবাইল সেট ও ৪০ হাজার টাকা দামের সিসিটিভি ক্যামেরা রেকর্ডারও নিয়ে পালিয়েছে।
এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement