এক্সপ্লোর
Advertisement
গর্ভস্থ শিশুদের মধ্যে সদগুণের সঞ্চারের লক্ষ্যে ‘গর্ভ সংস্কার’ থেরাপি বিএইচইউ হাসপাতালে
গর্ভস্থ শিশু’র মধ্যে সদগুণের সঞ্চারের জন্য অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ‘গর্ভ সংস্কার’ থেরাপি শুরু করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও শ্রী সুন্দর লাল হাসপাতাল, আইএমএস-বিএইচইউ-র আয়ুর্বেদিক শাখা।
বারাণসী: ‘গর্ভস্থ শিশু’র মধ্যে সদগুণের সঞ্চারের জন্য অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য ‘গর্ভ সংস্কার’ থেরাপি শুরু করল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় ও শ্রী সুন্দর লাল হাসপাতাল, আইএমএস-বিএইচইউ-র আয়ুর্বেদিক শাখা। লক্ষ্য বৈদিক ধর্মগ্রন্থের বিজ্ঞানসম্মতভাবে বৈধতা প্রদান। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনই জানানো হয়েছে। জানা গেছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে এই থেরাপি সেশন করা হয়। আয়ুর্বেদিক শাখার প্রসূতি তন্ত্র বিভাগে।
এই থেরাপির পরিকল্পনা করেছেন এক আয়ুর্বেদিক অধ্যাপক। গর্ভ ও নীতিবোধের বৈজ্ঞানিক তাৎপর্য্য প্রতিপন্ন করতেই এই উদ্যোগ।
বিএইচইউ-র স্যর সুন্দর লাল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট অধ্যাপক এসকে মাথুর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গর্ভ সংস্কার নতুন কিছু নয়। আয়ুর্বেদে দীর্ঘকাল ধরেই তা চলে এসেছে। বৈজ্ঞানিকভাবে বৈধতা না থাকায় এর অনুশীলন প্রাপ্য গুরুত্ব পায়নি। এখন আয়ুর্বেদ শাখার প্রসূতি তন্ত্র বিভাগে গর্ভ সংস্কার থেরাপি শুরু হয়েছে।
অধ্যাপক মাথুর বলেছেন, এটা প্রমাণিত যে মনের ওফর সুপরিবেশ ও সঙ্গীতের ইতিবাচক প্রভাব রয়েছে। গর্ভ সংস্কারের আওতায় ভালো মানের গান শোনার পরামর্শ দেওয়া হবে অন্তঃসত্ত্বা মহিলাদের। সেই সঙ্গে উচ্চ মানের সাহিত্য এবং প্রেরণামূলক ও ইতিবাচক সিরিয়া দেখারও পরামর্শ দেওয়া হবে। এরপর বৈজ্ঞানিক প্রযুক্তির মাধ্যমে গর্ভস্থ শিশুর ওপর এর প্রভাব পরীক্ষা করে দেখা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement