‘গোমূত্র আর গোবরে সারবে করোনাভাইরাস’, মারণরোগে দাওয়াই বিজেপি বিধায়কের
গোমূত্র আর গোবরে সারবে করোনাভাইরাস!

অসম: গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার। যত দিন যাচ্ছে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ইতিমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিন হাজার মানুষের। এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ওয়াকিবহাল মহলের। চিকিৎসা বিজ্ঞান প্রতিনিয়ত চেষ্টা করছে এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করার। কিন্তু এখনও পর্যন্ত কোনও সঞ্জীবনীই বিজ্ঞানী বা চিকিৎসকদের হাতে আসেনি। চিন, আমেরিকা তো বটেই ভারতও এই করোনাভাইরাস মোকাবিলায় একদিকে যেমন উদ্বিগ্ন তেমন তৎপরও। এরই মধ্যে অসমের বিজেপি বিধায়ক দাবি করে বসলেন, ‘গোমূত্র’ ও ‘গোবর’ খেলেই নাকি করোনাভাইরাসের মত মারণরোগ থেকে মুক্তি পাওয়া যাবে।
অসমের বিজেপি বিধায়ক সুমন হরিপ্রিয়া বিধানসভায় গরু পাচারের বিষয়ে এক আলোচনায় অংশ নিয়ে বলেন, “আমরা সবাই জানি, গোবর কতটা উপকারী। কোনও জায়গায় গোমূত্র ছড়িয়ে দিলে সেই স্থান পবিত্র হয়ে যায়। আমি বিশ্বাস করি গোমূত্র এবং গোবরের ব্যবহারে করোনাভাইরাসও সেরে যাবে”
এখানেই শেষ নয়। বিধানসভার বিশেষ অধিবেশেনে তাঁর বক্তব্য গরু পাচার করেই বাংলাদেশের অর্থনীতি মজবুত হচ্ছে। তিনি বলেন, “বিশ্বে গোমাংস আমদানিতে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম দেশ। এই সব গরু আমাদের দেশের গরু। কংগ্রেস সরকার এই চোরা চালান বন্ধ করার জন্য কোনও সদর্থক ভূমিকা নেয়নি।” বিজেপি সরকার গবাদি পশুর কেনাবেচায় নজরদারি চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।






















