এক্সপ্লোর
গৌরী লঙ্কেশ হত্যা: ২ সন্দেহভাজনের স্কেচ, ভিডিও প্রকাশ, হিন্দুত্ববাদীদের যোগ পাওয়া যায়নি, জানাল পুলিশ
![গৌরী লঙ্কেশ হত্যা: ২ সন্দেহভাজনের স্কেচ, ভিডিও প্রকাশ, হিন্দুত্ববাদীদের যোগ পাওয়া যায়নি, জানাল পুলিশ Gauri Lankesh Murder Police Release Sketches Of 2 Suspects Say Yet To Find Right Wing Groups গৌরী লঙ্কেশ হত্যা: ২ সন্দেহভাজনের স্কেচ, ভিডিও প্রকাশ, হিন্দুত্ববাদীদের যোগ পাওয়া যায়নি, জানাল পুলিশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/10/14183047/GAURI-580x323.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই ব্যক্তির স্কেচ ও ভিডিও প্রকাশ করল পুলিশ। কর্ণাটক পুলিশের ডিরেক্টর জেনারেল (তদন্ত) বি কে সিংহ বলেছেন, বিশেষ সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী দুই সন্দেহভাজনের তিনটি স্কেচ আঁকা হয়েছে। এই দুই সন্দেহভাজনকে ঘটনাস্থলে দেখা গিয়েছিল। তবে ছবি প্রকাশ করা হলেও, তাদের পরিচয় এখনও জানা যায়নি। তারা কোনও বিশেষ সংগঠনের সঙ্গে জড়িত ছিল কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। তিলক বা কানের দুল দেখে তাদের ধর্মীয় পরিচয়ের বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। কারণ, সেটা তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্যও থাকতে পারে।
গত ৬ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে নিজের বাড়ির বাইরেই খুন হন গৌরী। তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। হিন্দুত্ববাদীদের বিরুদ্ধেই গৌরীকে খুন করার অভিযোগ উঠেছে। দেশজুড়ে সাংবাদিক সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছেন। তবে এখনও পর্যন্ত হত্যাকারীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আজ কর্ণাটকের ডিজি বলেছেন, গৌরীকে খুন করার আগে হত্যাকারীরা এক সপ্তাহ বেঙ্গালুরুতে ছিল বলে সন্দেহ করছেন তাঁরা। তাদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য সাধারণ মানুষকে অনুরোধ জানানো হচ্ছে।
গৌরীর আগে কর্ণাটকেই খুন হন নরেন্দ্র দাভলকর, গোবিন্দ পানসারে, এম এম কালবুর্গির মতো যুক্তিবাদীরা। প্রতিটি হত্যাকাণ্ডেই অভিযোগের তির হিন্দুত্ববাদী সংগঠনগুলির দিকে। যদিও ডিজি-র দাবি, পেশাগত কারণে গৌরীকে খুন করা হয়েছে এমন কোনও তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকারীদের চিহ্নিত করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
বাজেট
বাজেট
বাজেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)