এক্সপ্লোর
Advertisement
গিলানির ছেলে গ্রেফতার, দাবি পরিবারের
শ্রীনগর: কট্টরপন্থী বিচ্ছিন্নতাবাদী কাশ্মীরী নেতা সৈয়দ আলি শাহ গিলানির বড় ছেলে নঈম গিলানিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করল গিলানির পরিবার। আজ সকাল দশটা নাগাদ শ্রীনগরের সরকারি হাসপাতালের ডাক্তার নঈম শ্রীনগরের হায়দরপোরার বাড়িতে যাচ্ছিলেন বাবার সঙ্গে দেখা করতে। তখনই তাঁকে জম্মু ও কাশ্মীর পুলিশ গ্রেফতার করে বলে জানিয়েছে গিলানি পরিবার। পারিবারিক সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা বলেছে, ওঁকে বাড়ির ভিতর ঢুকতে না দিয়ে গ্রেফতার করে পুলিশ। শনিবার দুপুরে টেলিফোনে ‘জাতির প্রতি ভাষণ’ দেওয়ার কথা ছিল গিলানির। তার আগেই এই গ্রেফতারি।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর অশান্ত হয়ে ওঠা কাশ্মীরে গৃহবন্দি করে রাখা হয়েছে গিলানিকে। তাঁর পরিবারের লোকজন, মিডিয়া ও অন্যান্য দর্শনার্থীদের বাড়ির ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। পারিবারিক সূত্রটি বলেছে, যাবতীয় টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই বাড়িতে জ্যামার বসিয়েছে প্রশাসন। তবে গিলানি অন্যান্য বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে একযোগে প্রতি সপ্তাহে ‘প্রতিবাদ ক্যালেন্ডার’ প্রকাশ করছেন।
ঘটনাচক্রে গত আগস্টের মাঝামাঝি গিলানি-পুত্রকে একটি মামলায় প্রাথমিক তদন্তে জেরার জন্য তলব করেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement