মৌলবাদে অনুপ্রাণিত যুবকদের মূলস্রোতে ফেরাতে ‘ঘর ওয়াপসী’ কর্মসূচি উত্তরপ্রদেশ এটিএস-এর
লখনউ: মৌলবাদে-আকৃষ্ট ‘বিপথগামী’ যুবকদের মূলস্রোতে ফিরিয়ে আনতে ‘ঘর ওয়াপসী’ কর্মসূচি শুরু করল উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখা বা এটিএস।
সম্প্রতি, আইএস খোরাসান মডিউলে জড়িত থাকার অভিযোগে চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। তাদের থেকে বিভিন্ন জেলায় বসবাসকারী ২৫ জন যুবকদের খোঁজ মেলে। এরপরই ওই যুবকদের ওপর শুরু হয় নজরদারি। অনলাইন পোস্ট খতিয়ে দেখার পাশাপাশি সহ তাঁদের বিভিন্ন তথ্য জোগাড় করেন গোয়েন্দারা।
মৌলবাদের রাস্তা থেকে সরিয়ে এই যুবকদের সমাজের মূলস্রোতে ফেরানোর জন্য এক অভিনব প্রচেষ্টা শুরু করে পুলিশ। এটিএস-এর তরফে জানানো হয়েছে, আইএস ভাবধারায় অনুপ্রাণিত এধরনের যুবকদের ‘ঘর ওয়াপসী’-র জন্য ১২ দফা কৌশল অবলম্বন করা হয়েছে। যার আওতায় এই যুবকদের রীতিমতো কাউন্সেলিং করা হচ্ছে।
পাশাপাশি, বাবা-মা ও পরিবারের জন্য পৃথক হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। যাতে, তাঁদের পরিবার যদি বাড়ির ছেলের মধ্যে সন্দেহজনক কিছু দেখতে পায়, তাহলে সঙ্গে সঙ্গে তাঁরা যেন প্রশাসনের সাথে যোগাযোগ করেন।
গোয়েন্দারা জানান, তাঁরা খতিয়ে দেখেছেন যে, জঙ্গি মডিউলগুলি সাধারণত ১৫-২৫ বছরের যুবকদের টার্গেট করছে। ওই যুবকদের মনে সাম্প্রদায়িক উস্কানি ভরে তাঁদের বিপথগামী করার চেষ্টা চালানো হচ্ছে। মূলত, অনলাইনে এই ধরনের মগজধোলাই চালায় জঙ্গি সংগঠনগুলি।
উত্তরপ্রদেশ এটিএস-এর আইজি অসীম অরুণ জানান, এই যুবকদের শুধু পরিবার নয়, বন্ধুদের সঙ্গেও কথা বলেছে পুলিশ। বিভিন্ন মাধ্যম দিয়ে ওই যুবকদের বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশাপাশি, চলছে তাঁদের ওপর নজরদারির কাজও।