এক্সপ্লোর
Advertisement
চেন্নাইয়ে ছাত্রীকে কলেজের সামনে ছুরি দিয়ে কুপিয়ে খুন
চেন্নাই: চেন্নাইয়ে প্রকাশ্যে কলেজের সামনে এক ছাত্রীকে কুপিয়ে খুন। এই ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত ছাত্রী ১৯ বছরের এম অশ্বিনী। তিনি ওই বেসরকারি কলেজে বিকমের ছাত্রী ছিলেন। ছুরির কোপে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
আততায়ী আলাগণেশনকে ধরে ফেলেন পথচারীরা। তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। খুনের কারণ জানতে ধৃতকে জেরা করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বয়ান উল্লেখ করে পুলিশ জানিয়েছে, কলেজের সামনেই অশ্বিনের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয় আলা গণেশনের। এরপর দুজনের বচসা বেঁধে যায়। আচমকাই একটা ছুরি বের করে অশ্বিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে আলাগণেশন। এলোপাথাড়ি ছুরি মেরে সে পালানোর চেষ্টা করলেও পথচারীরা তাকে ধরে ফেলেন।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগেই চেন্নাই শহর সংলগ্ন এলাকায় রাতে বাড়ি ফেরার সময় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত এক তরুণীর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় গুরুতর জখম হন তিনি। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
২০১৬-তে সাবআর্বান রেল স্টশনে ২৬ বছরের তথ্যপ্রযুক্তি কর্মী স্বাতীকে খুন করা হয়েছিল। ওই ঘটনায় যাকে গ্রেফতার করা হয়েছিল সেই অভিযুক্ত পরে জেলে আত্মহত্যা করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement