এক্সপ্লোর
অযোধ্যায় আসার পরিকল্পনা ত্যাগ করুন, বাড়িতে থেকেই অনুষ্ঠান উপভোগ করুন, বলছেন মন্দির ট্রাস্টের সচিব
বর্তমান করোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কায় কোনও জমায়েত একেবারেই নিরাপদ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
নয়াদিল্লি: অগাস্ট মাসের প্রথম সপ্তাহে অযোধ্যায় রামমন্দির নির্মাণের কাজ শুরু হতে চলেছে। ৫ অগাস্ট ভূমি পুজো করার প্রস্তুতি নিচ্ছে শ্রী রামজন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট। সেই অনুষ্ঠানে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দূরদর্শনে ভূমি পুজোর সরাসরি সম্প্রচার দেখানো হবে।
ভূমি পুজোর দিনক্ষণ চূড়ান্ত হয়ে যেতেই প্রচুর মানুষ ওই দিন অযোধ্যায় যাওয়ার কথা ভাবছেন। পরিকল্পনাও শুরু হয়ে গিয়েছে। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে সংক্রমণের আশঙ্কায় কোনও জমায়েত একেবারেই নিরাপদ নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাম মন্দির ট্রাস্টের সাধারণ সচিব চম্পত রাই যদিও বলেছিলেন, ভার্চুয়ালি নয়, এই অনুষ্ঠানে ভক্তবৃন্দরা সশরীরে উপস্থিত থাকলেই ভাল হবে। তবে সোমবার সেই অবস্থান পাল্টেছেন তিনি। চম্পত আবেদন জানিয়েছেন, বাড়িতে থেকে টেলিভিশনে দেখেই ভূমি পুজোয় সামিল হোন।
চম্পত বলেছেন, ‘আমি দেশবাসীকে বলব, করোনা ভাইরাস আর তার সংক্রমণের কথা মাথায় রাখুন। অযোধ্যায় আসার চিন্তা ত্যাগ করুন। বাড়ি থেকে অনুষ্ঠান উপভোগ করুন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement