এক্সপ্লোর
Advertisement
‘পাকিস্তানে ফিরে যাও’: দিল্লি মেট্রোয় আসন ছাড়তে বলায় বৃদ্ধকে গালিগালাজ দুই তরুণের
নয়াদিল্লি: বিদ্বেষের নজির এবার খোদ রাজধানী দিল্লিতে। দিল্লি মেট্রো ট্রেনে এক বৃদ্ধকে আসন ছাড়া তো দূরস্থান, উল্টে তাঁকে গালিগালাজ করল দুই তরুণ। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ট্রেনে উঠে ওই বৃদ্ধ কয়েকজন তরুণকে তাঁকে আসন ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু সেই অনুরোধ খারিজ করে তারা বলে, সিট পেতে চাইলে পাকিস্তানে চলে যান।
মহিলাদের অধিকার রক্ষা আন্দোলনের কর্মী কবিতা কৃষ্ণন বিষয়টি ফেসবুকে জানানোর পর এই লজ্জাজনক ঘটনাটি প্রকাশ্যে আসে। ফেসবুক পোস্ট অনুসারে, এআইসিসিটিইউ-র জাতীয় সম্পাদক সন্তোষ রায় ওই বৃদ্ধর সমর্থনে এগিয়ে আসেন। তিনি ওই তরুণদের ক্ষমা চাইতে বলেন। এই অনুরোধে পাত্তা না দিয়ে তারা রায়ের কলার চেপে ধরে পাকিস্তানে চলে যেতে বলে। শেষপর্যন্ত খান মার্কেট স্টেশনে একজন রক্ষী ওই কম্পার্টমেন্টে আসেন।ওই তরুণদের পান্ডারা রোড স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখানে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।
ঘটনার কয়েকদিন পরে ওই থানায় যান রায়। তিনি জানতে পারেন, ওই বৃদ্ধ অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, ওই দুই তরুণ ওই বৃদ্ধর কাছে ক্ষমা চেয়েছেন। কৃষ্ণন জানিয়েছেন, ‘ওই বৃদ্ধ ভদ্রলোক লিখিত বয়ানে জানিয়েছেন যে, তিনি ওই দুই তরুণের ক্ষমা গ্রহণ করেছেন এবং তাদের অল্পবয়সের কথা মাথায় রেখে ক্ষমা করে দিয়েছেন’।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement