এক্সপ্লোর
Advertisement
মহিলাদের হকি ম্যাচ দেখতে যান, হাফপ্যান্ট মন্তব্য নিয়ে রাহুলকে খোঁচা আরএসএসের
ভোপাল: বিজেপি-আরএসএসে মহিলাদের গুরুত্বের অভাবের অভিযোগ তুলেছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। তিনি বলেছিলেন, ‘আরএসএসে ক’জন মহিলাকে হাফপ্যান্ট পরে কাজ করতে দেখা যায়? আমি কখনও দেখিনি। কংগ্রেসে সব স্তরে মহিলারা কাজ করছেন। জানা নেই, মহিলারা কী এমন দোষ করেছেন যে আরএসএসের অঙ্গ হতে পারবেন না।’ রাহুলের এই মন্তব্যকে অশালীন ও মহিলাদের পক্ষে অবমাননাকর বলে মন্তব্য করেছিলেন বিজেপি নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এবার রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা করল আরএসএস। সংগঠনের প্রবীণ নেতা মনমোহন বৈদ্য বুধবার বলেছেন, রাহুল ভুল প্রশ্ন করেছেন এবং আপেলের সঙ্গে কমলালেবুর তুলনা করেছেন। তিনি বলেছেন, এটা অনেকটা পুরুষদের হকি ম্যাচ দেখতে গিয়ে মহিলা প্লেয়ার খোঁজার মতো। মহিলা প্লেয়ার দেখতে চাইলে মহিলাদের হকি ম্যাচ দেখতে হবে।
মধ্যপ্রদেশের ভোপালে আরএসএসের বৈঠকে অংশগ্রহণ করতে এসে বৈদ্য বলেছেন, ‘সমস্যা হল যে, রাহুল গাঁধীর বক্তৃতা যাঁরা লেখেন, তাঁদের সঙ্ঘ সম্পর্কে ধারণা নেই। তাঁর বক্তৃতা লেখক হিসেবে নতুন ও বুদ্ধিমান লেখকদের নিয়ে আসা উচিত’।
আরএসএসের প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত বৈদ্য বলেছেন, দীর্ঘদিন আগেই সঙ্ঘ পুরুষদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছিল। এটা সঠিক সিদ্ধান্ত ছিল।
বৈদ্য আরও বলেছেন, আরএসএসে শুধুমাত্র পুরুষদের জন্য শিবির রয়েছে।কিন্তু তার মানে এই নয় যে, সঙ্ঘ মহিলাদের জন্য কাজ করে না।
কংগ্রেসে মহিলা কর্মী থাকার বিষয়ে রাহুল যে তুলনা করেছেন সেই প্রসঙ্গে বৈদ্য বলেছেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে সঙ্ঘের তুলনা করা যায় না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ক্রিকেট
জেলার
Advertisement