এক্সপ্লোর
Advertisement
সমুদ্রপথে ঢুকতে পারে জঙ্গিরা, গোয়ায় অ্যালার্ট জারি
পানাজি: উপকূলবর্তী যাবতীয় ক্যাসিনোর প্রতি অ্যালার্ট জারি করল গোয়া সরকার, সমুদ্রে যাওয়া ট্রলার, নৌকাগুলির প্রতিও অ্যালার্ট জারি হয়েছে। রাজ্যের বন্দর মন্ত্রী জয়েশ সালগাঁওকর জানিয়েছেন, গোয়েন্দারা আশঙ্কা করছেন, মাঝ ধরার কোনও ট্রলারে করে জঙ্গিরা সমুদ্রের ধারের এই রাজ্যে ঢোকার চেষ্টা করছে।
মন্ত্রী জানিয়েছেন, ভারতীয় উপকূল রক্ষা বাহিনী খবর দিয়েছে, জঙ্গিরা এবার পশ্চিম উপকূলে হামলার ছক কষেছে। তাই সমুদ্র ক্রীড়া পরিচালনা করে এমন সংস্থাগুলিকেও সম্ভাব্য জঙ্গি আগমনের ব্যাপারে সতর্ক করেছেন তাঁরা।
তবে হামলার লক্ষ্য যে শুধু গোয়া, তা নয়। মুম্বই বা গুজরাত উপকূলও জঙ্গিদের রাডারে থাকতে পারে। ভারতের একটি মাছ ধরার ট্রলার বাজেয়াপ্ত করে পাকিস্তান প্রশাসন। সেটিকে মুক্তি দেওয়া হয়েছে, গোয়েন্দারা আশঙ্কা করছেন, তাতে করেই ভারতে পা রাখার চেষ্টা করছে জনাকয়েক জঙ্গি।
গোয়া পর্যটন বিভাগের বন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, তাদের কাছে সম্ভাব্য জঙ্গি হামলার ব্যাপারে গোয়েন্দা সূত্রে তথ্য এসেছে। করাচি থেকে ওই মাছ ধরার ট্রলারে কয়েকজন জঙ্গিকে তোলা হয়েছে, যাতে তারা এ দেশে এসে নাশকতা চালাতে পারে। এই পরিস্থিতিতে সমস্ত নৌকা, ট্রলারের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে, কোথাও সামান্য অস্বাভাবিকতা নজরে এলেও তা তখনই প্রশাসনকে জানাতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement