এক্সপ্লোর
গোয়ায় নিষিদ্ধ হচ্ছে প্রকাশ্যে মদ্যপান, জানালেন পর্রীকর

পানাজি: মদ্যপরা যাতে রাস্তাঘাটে ঝামেলা করতে না পারে, তার জন্য প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করা হচ্ছে। এমনই জানিয়ে দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। তিনি বলেছেন, আগামী মাসেই আবগারি আইনে বদল আনা হবে। গোয়ায় ইতিমধ্যেই সমুদ্রতট সহ নির্দিষ্ট কিছু জায়গায় মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। এবার গোটা রাজ্যেই প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করে দিতে চাইছে রাজ্য সরকার। পর্রীকর বলেছেন, অক্টোবরের শেষদিকেই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে। এখন রাজ্য সরকার গোয়া, দমন ও দিউয়ের আবগারি আইন সংশোধনের বিষয়টি খতিয়ে দেখছে। প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করার পাশাপাশি বাইচালকদের হেলমেট পরার অভ্যাস গড়ে তোলার জন্যও রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পর্রীকর। তিনি বলেছেন, হেলমেট না পরে বাইক চালালেই পুলিশ জরিমানা করবে। একইসঙ্গে হেলমেট পরে বাইক চালানোর সুফলও বোঝাবে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















