মোদি, রূপানির ছবি দেওয়া বোর্ডিং পাস প্রত্যাহার গো-এয়ারের
নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার পরে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ছবি দেওয়া বিমানের বোর্ডিং পাস প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল বেসরকারি বিমান সংস্থা গো-এয়ার। গো-এয়ারের এক মুখপাত্র এদিন জানান, নির্বাচনের আদর্শ আচরণ-বিধি সম্পর্কে ওয়াকিবহাল হতেই বোর্ডিং পাস প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, সংস্থার শ্রীনগর বিমানবন্দর শাখা ভুলবশতঃ গত ১৮-২০ জানুয়ারি হওয়া ‘ভাইব্র্যান্ট গুজরাত’ সম্মেলনের সময়কার অব্যবহৃত কাগজ দিয়ে বোর্ডিং পাস তৈরি করে। এটা একেবারেই অনিচ্ছাকৃত। নির্বাচনের আদর্শ আচরণ-বিধির কথা মাথায় রেখে অবিলম্বে সব এয়ারপোর্ট টিমকে ‘ভাইব্র্যান্ট গুজরাত’-এর কাগজ দিয়ে তৈরি বোর্ডিং পাস প্রত্যাহার করার নির্দেশ নেওয়া হয়েছে। এর আগে, সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি হওয়ায় গত সোমবার নরেন্দ্র মোদি ও বিজয় রূপানির ছবি দেওয়া বোর্ডিং পাস প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থার তরফে জানানো হয়, ওই বোর্ডিং পাসগুলি ভাইব্র্যান্ট গুজরাত সম্মেলনের সময় ছাপানো হয়েছিল। ছবিগুলি তৃতীয় পক্ষের বিজ্ঞাপনের অংশবিশেষ। প্রসঙ্গত, জম্মু ও কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোমবার সন্ধায় টুইটারে লেখেন, তিনি রবিবার গো-এয়ারের ফ্লাইটে ছিলেন। সেখানে তাঁকে প্রধানমন্ত্রীর ছবি দেওয়া বোর্ডিং পাস দেওয়া হয়েছিল।