ব্যালটে ফেরার অর্থ পিছিয়ে যাওয়া, কেজরীকে কটাক্ষ অণ্ণা হজারের
রালেগান সিদ্ধি (মহারাষ্ট্র): ইভিএম-বিতর্কে অরবিন্দ কেজরীবালকে ঘুরিয়ে কটাক্ষ করলেন অণ্ণা হজারে। প্রবীণ সমাজকর্মীর মতে, ইভিএম থেকে ব্যালটে ফিরে গেলে তা আখেরে পশ্চাৎমুখী পদক্ষেপ হবে।
সদ্যসমাপ্ত পঞ্জাব ও গোয়া নির্বাচনে আম আদমি পার্টির ভরাডুবির পর ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কেজরীবাল। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইভিএমে কারচুপি করা হয়েছে।
দিল্লি মু্খ্যমন্ত্রীর দাবি, ইভিএম-এ কারচুপির জন্যই নির্বাচনে তাদের হারের সম্মুখীন হতে হয়েছে। শুধু তাই নয়, আসন্ন দিল্লি পুর-নির্বাচনে ইভিএমের বদলে ব্যালটে ভোটগ্রহণ করার দাবিও তোলেন তিনি।
এই প্রেক্ষিতে, প্রাক্তন ‘শিষ্য’-কে ঘুরিয়ে একহাত নিলেন অণ্ণা। এদিন মহারাষ্ট্রের আহমেদনগরের রালেগান সিদ্ধি গ্রামে সংবাদমাধ্যমকে হজারে বলেন, যে সময় দুর্দান্ত সব প্রযুক্তিগত উন্নয়ন হচ্ছে, সেখানে ব্যালটে ফিরে গেলে পিছিয়ে যাওয়া হবে।
তিনি যোগ করেন, ইভিএম-কে এখনই বাতিল করা উচিত নয়। যারা এই যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, তাঁরা অতীতের সময়ে ফিরে যেতে চাইছেন। তিনি এ-ও জানান, ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ বর্তমান যুগে একটি সময়সাপেক্ষ ব্যাপার।
এখানে বলে রাখা প্রয়োজন, ২০১১ সালে দেশে দুর্নীতিবিরোধী লোকপাল নিয়োগ নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়েছিলেন অণ্ণা হজারে ও অরবিন্দ কেজরীবাল।
পরবর্তীকালে, কেজরীবাল রাজনীতিতে প্রবেশ করায় তাঁদের পথ আলাদা হয়ে যায়। নিজের দল আম আদমি পার্টি (আপ) গঠন করেন কেজরীবাল। বর্তমানে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী।