এক্সপ্লোর
Advertisement
বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মীদের জন্য সুখবর, জিএসটি-র আওতায় থাকছে না রি-ইমবার্সমেন্ট
নয়াদিল্লি: বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মীদের জন্য সুখবর শোনাল কেন্দ্রীয় সরকার। এখন থেকে আর রি-ইমবার্সমেন্টের উপর জিএসটি ধার্য করা হবে না বলে জানিয়ে দেওয়া হল। ফলে সুবিধা হবে সংশ্লিষ্ট কর্মীদের। এর আগে শোনা গিয়েছিল, অপ্রত্যক্ষ আয়কে জিএসটি-র আওতার বাইরে রাখার কথা ভাবছে কেন্দ্র। তবে এখন জানা গেল, জিএসটি-র বাইরে থাকছে রি-ইমবার্সমেন্ট।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়িভাড়া, ফোনের বিল, অতিরিক্ত স্বাস্থ্যবিমার প্রিমিয়াম, স্বাস্থ্য পরীক্ষা, গাড়ি, জিম, পেশার জন্য প্রয়োজনীয় পোশাক, বিনোদনের মতো খরচের ক্ষেত্রে রি-ইমবার্সমেন্ট জিএসটি-র আওতার বাইরে থাকছে।
সম্প্রতি অথরিটি অফ অ্যাডভান্সড বুকিং জানায়, বেসরকারি ক্ষেত্রে বেতনভোগী কর্মীদের ক্যান্টিনে খাওয়ার খরচের উপরেও জিএসটি ধার্য করা হচ্ছে। এটা হওয়া উচিত নয়। এরপরেই রি-ইমবার্সমেন্টকে জিএসটি-র বাইরে রাখা নিয়ে আলোচনা শুরু হয়। আলোচনার পর জিএসটি কাউন্সিল রি-ইমবার্সমেন্টের বিষয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনে থাকা সংস্থা অথরিটি অফ অ্যাডভান্স রুলিং জিএসটি-র বিষয়ে বিভিন্ন সুপারিশ করে। তবে জিএসটি কাউন্সিল সেই সিদ্ধান্ত মানতে বাধ্য নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement