সরকারি কর্মীরা দিলেন ৪৮ লক্ষ টাকা, তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২ কোটি টাকা সত্য নাদেলার পরিবারের
তেলঙ্গানা সরকারের পাশে দাঁড়ালেন সরকারি কর্মী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিরা।
Ms Anupama Nadella, wife of Microsoft CEO Sri @satyanadella announced a donation of Rs 2 crore for the efforts to stop #Coronavirus spread and for supply of essential commodities to the needy. Ms Anupama’s father Sri KR Venugopal, IAS (Retd) handed over the cheque to Hon’ble CM pic.twitter.com/aUePEyaOkX
— Telangana CMO (@TelanganaCMO) March 24, 2020
রবিবার তেলঙ্গানার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রাজ্যের দিনমজুরদের যাতে কোনওরকম সমস্যা না হয়, সেটা নিশ্চিত করার জন্য সাদা রেশন কার্ড যাঁদের আছে, তাঁদের একমাসের রেশন বিনামূল্যে দেওয়া হবে। প্রত্যেক ব্যক্তি ১২ কেজি করে চাল পাবেন। এছাড়া প্রয়োজনীয় পণ্য কেনার জন্য প্রতিটি পরিবারকে ১,৫০০ টাকা করে দেওয়া হবে। এর জন্য ২,৪১৭ কোটি টাকা দিচ্ছে রাজ্য সরকার।
Employees’ JAC leaders Sri Karem Ravinder Reddy, Ms Mamata have also handed over a cheque of Rs 48 crore - a day’s basic salary of employees and teachers - to CM Sri KCR at Pragathi Bhavan. Sri @Actor_Nithiin donated Rs 10 Lakh. Hon’ble CM thanked all the donors #coronavirusindia pic.twitter.com/KAU6WpNImX
— Telangana CMO (@TelanganaCMO) March 24, 2020
এই পরিস্থিতিতে তেলঙ্গানা সরকারের পাশে দাঁড়ালেন সরকারি কর্মী, শিক্ষক সহ বিশিষ্ট ব্যক্তিরা। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে লকডাউনের কথা ঘোষণা করার আগেই তেলঙ্গানায় ৩১ মার্চ পর্যন্ত লকডাউনের কথা ঘোষণা করা হয়। প্রতিদিন সন্ধে সাতটা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত কার্ফুও জারি করা হয়। সংক্রমণ রোখার লক্ষ্যেই এই কড়া ব্যবস্থা নেয় রাজ্য সরকার।
In the wake of the coronavirus outbreak,I'd like to do my bit fr d country's safety. I wish to make a donation of ₹10 lakhs fund to @TelanganaCMO n another ₹10 lakhs to @AndhraPradeshCM fr d equipment needed to combat this epidemic. We can fight this together. #StayHomeStaySafe
— nithiin (@actor_nithiin) March 23, 2020