Jukti Takko: বিধানসভায় ব্রাহ্মণ পরিচয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী,এটা বর্ণ বিদ্বেষের পরিচয়: বাদশা মৈত্র
ABP Ananda Live: 'মুসলমানদের কাছে নিজেদের পবিত্রতা প্রমাণের চেষ্টা তৃণমূলের। তৃণমূলের আমলেই বাংলায় RSS-র বাড়বাড়ান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় RSS-এর অগ্নিকন্যা। তৃণমূল-বিজেপির মধ্যে কি সত্যিই বিরোধিতা আছে? নির্বাচনী বন্ডে টাকা নিয়েছে তৃণমূল-বিজেপি, স্বচ্ছতার কথা মানয় না। ধর্ষণে অভিযুক্ত হয়ে রাস্তায় মিছিল করছে তৃণমূল। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় যাচ্ছে ছাত্র। উত্তরপ্রদেশএ কৃষককে পিষে দিচ্ছে বিজেপি। এরপর সাক্ষী মালিকের কথা বলে কী করে তৃণমূল? তৃণমূল-বিজেপির অনেক মিল। আসলে এরা ঠুসোঠুসি নয়, ঘেঁষাঘেঁষি করছে। বিধানসভায় ব্রাহ্মণ পরিচয় দিচ্ছেন মুখ্যমন্ত্রী, এটা বর্ণ বিদ্বেষের পরিচয়', বললেন বাদশা মৈত্র।
আজ সত্য়জিৎ রায়ের অমোঘ দুটো বাক্য় দিয়ে শুরু করব- ''রাজা করেন তম্বিতম্বা,/ মন্ত্রীমশাই কিসে কম বা?'' এ রাজ্য়ের প্রেক্ষিতে কি একটু চেনা-চেনা লাগছে? দাঁড়ান, দাঁড়ান! এর পরের বাক্য়টা আরও মারাত্মক।আরও চেনা-চেনা লাগতে পারে। ''প্রজা পেয়ে অষ্টরম্ভা, হল হীনবল।'' দেখুন, ভোটের একবছর আগে থেকেই রাজায়-রাজায় যুদ্ধ তো শুরু হয়ে গেছে। কিন্তু কথা হল, 'চ্য়াংদোলা' আর 'ঠুসো'র আস্ফালনের মাঝে, উলুখাগড়াদের, মানে প্রজার কপাল না পুড়লেই হলো। রাজ্য়ে আবার রাষ্ট্রপতি শাসনের দাবি। হাওয়া একেবারে গরম। এই সভার হাওয়াও গরম হতে পারে, কিন্তু তারই মাঝে আপনাদের একটু টাইম-ট্রাভেল করানোরও চেষ্টা করব।
All Shows






























