এক্সপ্লোর
Advertisement
সরকার মনে করে, গণতন্ত্রে কে কী বলবেন, খাবেন, পরবেন, ঠিক করার অধিকার মানুষের, বললেন আলফোন্স
নয়াদিল্লি: কে কী বলবেন, কী খাবেন, সেটা দেশের নাগরিকদের স্থির করার স্বাধীনতা আছে। এটাই সরকারের অবস্থান। বললেন কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী আলফোন্স কান্নানথানম। মানুষই নিজের পছন্দ প্রয়োগ করেন গণতন্ত্রে, এটাই স্বাধীনতা, এও বলেছেন গোমাংস ইস্যুতে সম্প্রতি বিতর্কিত মন্তব্য করা এই কেন্দ্রীয় মন্ত্রী।
আমলার পেশা থেকে রাজনীতিতে আসা কেরলের আলফোন্স সম্প্রতি নরেন্দ্র মোদী সরকারের নয়া পর্যটন প্রতিমন্ত্রী হয়েছেন। মন্ত্রকের চেয়ারে বসে তিনি প্রথম দিনেই জানিয়ে দেন, কেরলে গোমাংস খাওয়া যেমন চলছে, তেমনই চলবে। গোমাংস ভক্ষণ চলবে না, বিজেপি এ কথা কোনওদিনই বলেনি বলেও দাবি করেন ১৯৭৯-র কেরল ক্যাডারের এই আমলা।
কিন্তু কয়েকদিন বাদেই গোমাংসে নিষেধাজ্ঞায় দেশের পর্যটন শিল্পে ক্ষতিকর প্রভাব পড়বে কিনা, প্রশ্ন করা হলে সেই বক্তব্য থেকে পুরোপুরি সরে এসে তিনি জানিয়ে দেন, বিদেশি পর্যটকরা চাইলে ভারতে আসার আগে নিজের দেশে গোমাংস খেয়ে আসুন! ফলে গোমাংস খাওয়ার ইস্যুতে তাঁর অবস্থান নিয়ে বিতর্ক ছড়িয়েছে।
আজ তিনি বলেন, গণতন্ত্রে মানুষই ঠিক করে তারা কী বলবে, কী খাবে, কোন পোশাক পরবে এবং সরকারও ঠিক এটাই মনে করে।
প্রসঙ্গত, গত মে মাসে জবাই করার উদ্দেশ্যে কেনাবেচার জন্য পশুবাজারে গবাদি পশু নিয়ে আসা নিষিদ্ধ করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। পাশাপাশি বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্যেও গোমাংস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে।
বিরোধীদের দাবি, সরকার নির্দিষ্ট খাদ্যাভ্যাস দেশবাসীর ওপর জোর করে চাপিয়ে দিতে চাইছে। যদিও কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী হর্ষবর্ধন বিতর্ক সামাল দিতে জানান, সরকার গোমাংস সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশোধন করবে। পরবর্তীতে মাদ্রাজ হাইকোর্ট কেন্দ্রের ওই বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশ দেয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement