নগদ লেনদেনের ঊর্ধ্বসীমা আরও কমিয়ে ২ লক্ষ টাকা করার প্রস্তাব কেন্দ্রের
নয়াদিল্লি: নগদ লেনদেনের ঊর্ধ্বসীমা ২ লক্ষ টাকা করার প্রস্তাব দিল কেন্দ্র।
গত ১ ফেব্রুয়ারি, সাধারণ বাজেট পেশ করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি প্রস্তাব করেছিলেন, কালো টাকার রমরমা রুখতে নগদে লেনদেনের ঊর্ধ্বসীমা ৩ লক্ষ টাকা করা হবে। আগামী ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে।
এদিন লোকসভায় ফিনান্স বিল নিয়ে আলোচনা শুরু হওয়ায় দেখা যায়, কেন্দ্র ওই বিলে ৪০টি সংশোধনী এনেছে। নতুন প্রস্তাব অনুযায়ী, কেন্দ্র চাইছে, ঊর্ধ্বসীমা ৩ থেকে কমিয়ে ২ লক্ষ করতে। আরও বলা হয়েছে, কেউ এই সীমা লঙ্ঘন করলে, সম-পরিমাণের জরিমানা ধার্য হবে।
কেন্দ্রের এই প্রস্তাবের বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস, বিজেডি ও আরএসপি। তাদের দাবি, পিছনের দরজা দিয়ে এই সংশোধনী আনা হচ্ছে। কেন্দ্রের পাল্টা দাবি, ট্রাইব্যুনালের কাজে দ্রুততা ও স্বচ্ছতা আনতেই কোম্পানি অ্যাক্ট, প্রভিডেন্ট ফান্ড, ফরেন এক্সচেঞ্জ, ট্রাই, তথ্যপ্রযুক্তি সহ বিভিন্ন আইনে সংশোধনী আনা হয়েছে।